Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন তালাকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তিন তালাকের বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতি আহ্বান জানানো হয়েছে। উত্তর প্রদেশের মুসলিম স¤প্রদায়ের বেশ কিছু নারী এমন আহ্বান জানিয়েছেন এবং বিজেপির এই দু’নেতার কাছে পাঠিয়েছেন রাখি। এতে বলা হয়, তিন তালাক ইস্যুটিকে রাজনৈতিক রঙ না লাগাতে মুসলিম স¤প্রদায়ের প্রতি বার বার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি। এ বিষয়ে তিনি একটি সমাধানে আসার জন্য অনুরোধ করেছেন সবার প্রতি। নরেন্দ্র মোদি প্রথম দিকে তিন তালাককে একটি বাজে সামাজিক চর্চা (ব্যাড সোশ্যাল প্রাকটিস) বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, সামাজিক সচেতনার মাধ্যমে এই রীতি বন্ধ করা যায়। এরই মধ্যে বেশ কিছু নারী তিন তালাকের রীতিকে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন। এর রায় সুপ্রিম কোর্টে আটকে আছে। ওদিকে মুসলিম নারীদের অধিকার আদায়ের পক্ষে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারা তিন তালাক ও নিকাহ প্রথা বাতিলের আহ্বান জানিয়েছেন। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ