Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুরকিনি পরায় জরিমানা

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বুরকিনি (মুসলিম নারীদের সাঁতারের জন্য বিশেষ পোশাক) পরে সুইমিং পুলে গোসল করার কারণে এক নারীকে জরিমানা করা হয়েছে ফ্রান্সে। কর্তৃপক্ষ বলেছে, তিনি বুরকিনি পরে সুইমিং পুলে নেমে এর পানি নষ্ট করেছেন। এ জন্য ওই সুইমিং পুলের পানি পুরোপুরি ফেলে দিয়ে তা পরিষ্কার করতে হবে। এর পর তাতে আবার পানি দিতে হবে। এর জন্য সময় লাগবে দু’দিন। এ জন্য ওই নারীকে ৪৯০ ইউরো জরিমানা করা হয়েছে। খবরে বলা হয়েছে ফাদিলা নামের ওই নারী দক্ষিণ ফ্রান্সের মারসেইলির কাছে তার বাসার সঙ্গে একটি প্রাইভেট আবাসনে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়েছিলেন। তিনি পুলে নামার সঙ্গে সঙ্গে এর স্টাফরা পুলে থাকা অন্য সবাইকে উঠে আসতে বলে। পরে এর মালিক ফাদিলার স্বামীকে ফোন করেন। অন্যরা সুইমিং পুলে সাঁতার কাটা অবস্থায় যেন তার স্ত্রী এতে না নামেন এমন অনুরোধ জানানো হয় তাকে। এ সময় তাদেরকে ৪৯০ ইউরো জরিমানা দিতে বলা হয়। এ ছাড়া ওই ভবনের সংগঠন থেকে একটি রিপোর্ট দেয়া হয়। তাতে বলা হয়, ২১ শে জুলাই বোরকা পরা এক নারী সুইমিং পুলে নেমেছিলেন। তাকে উঠে আসতে বললেও তিনি তাতে অস্বীকৃতি জানান। মুসলিমদের সংগঠন ইউনাইটেড এগেইনস্ট ইসলামোফোবিয়া ইন ফ্রান্সকে (সিসিআইএফ) ফাদিলা বলেছেন, আমি সুইমিং পুলে নামার আগে আমাকে কেউ বাধা দেয় নি। নিয়ম কানুন সম্পর্কে কেউ কিছু বলেও নি। আমাকে জরিমানা করায় আমি হতাশ। বিস্মিত। একটি বুরকিনির কারণে এতটা হতে পারে! সিসিআইএফ বলেছে, ফাদিলার বুরকিনি অস্বাস্থ্যকর ছিল না। তিনি যে পোশাক পরেছিলেন সেটা সাঁতারের জন্য বানানো হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।



 

Show all comments
  • সজিব ৬ আগস্ট, ২০১৭, ১:৫৯ এএম says : 1
    এটা খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে
    Total Reply(1) Reply
    • সজীব ৬ আগস্ট, ২০১৭, ৫:০১ এএম says : 4
      Allah u help all the Muslim from the stupid man
  • Foysal Hasan ৬ আগস্ট, ২০১৭, ১১:৩৭ এএম says : 0
    নারী সাধীনতায় চরম আগাত প্রতিটি নারীর শালীন পোশাক পড়ার অধিকার রয়েছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ