গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর বনশ্রীতে গৃহকর্মী লাইলী মৃত্যুর ঘটনায় গৃহকর্ত্রী শাহনাজকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন খিলগাঁও থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এখন তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে, শুক্রবার গৃহকর্তা মুন্সী মইনউদ্দিন ও বাড়ির দারোয়ান তোফাজ্জলকেও গ্রেফতার করা হয়।
শুক্রবার সকালে বনশ্রীর মইনউদ্দিনের বাসায় কাজ করতে গেলে পরে তাদের একটি রুম থেকে লাইলীর মরদেহ উদ্ধার করা হয়। তাকে খুন করা হয়েছে এমন অভিযোগে বনশ্রীর বাসিন্দারা ওই বাড়িটিতে হামলা চালায়। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক একটি মামলা দায়ের করেছে।
এ ঘটনায় রাতেই লাইলীর স্বামী নজরুল ইসলামের বড় ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।