Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসির বিয়েতে উপহার : মাত্র সাড়ে ৯ হাজার ইউরো!

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : গত ৩০ জুন হয়েছিল ‘শতাব্দীর সেরা বিয়ে’। বর লিওনেল মেসি, পাত্রী আন্তোনেয়া রোকুজ্জো। রোসারিওতে জমকালো ওই বিয়েতে বসেছিল ফুটবল তারকাদের মেলা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর্জেন্টিনার বিমান ধরেছিলেন ফুটবলের বড় বড় তারকা। আর এ বিয়েতে একটি ব্যতিক্রমী বিষয় ছিল- মেসি অতিথিদের কাছে কেনা উপহারের বদলে নগদ অর্থ চেয়েছিলেন, যেটা চলে যাওয়ার কথা শিশুদের জন্য গড়া তার চ্যারিটি প্রতিষ্ঠান ‘দ্য লিও মেসি ফাউন্ডেশন’এ। কিন্তু তহবিলে যে পরিমাণ ইউরো জমা হয়েছে সেটা ধাক্কা খাওয়ার মতো।
‘অন্য গ্রহের’ ফুটবলারের বিয়েতে হাজির হয়েছিলেন বন্ধু ও পরিবারের ২৫০ জনেরও বেশি সদস্য। তাদের সবাই তারকা ফুটবলার, সেলিব্রেটি ও লাখপতি। মেসির দাতব্য প্রতিষ্ঠান ফুলে ফেঁপে উঠার কথা। ভক্তদের ধারণা তেমনটাই। কিন্তু মার্কা দিয়েছে অপ্রত্যাশিত খবর। সব মিলিয়ে মেসি তার বিয়েতে পেয়েছেন মাত্র ৯ হাজার ৫৬২ ইউরো! ২৬০ জন অতিথির উপহার ১০ হাজার ইউরোও ছাড়ায়নি। অথচ শোনা গেছে তার বন্ধু ও সতীর্থ জেরার্দ পিকে বিয়ের রাতে ক্যাসিনোতে ১১ হাজার ইউরো খরচ করেছেন।
এ খবর ফাঁস হওয়ার পর বিতর্কিত আর্জেন্টাইন টিভি উপস্থাপক আলেহান্দ্রো ফ্যান্তিনো তার ‘ফ্যান্তিনো ৯১০’ অনুষ্ঠানে বলেছেন, ধনীরা একেবারে ‘হীনচেতা’। তিনি বলেছেন, ‘বাচ্চাদের জন্য তারা আরও একটু বেশি দিতে পারত।’


আন্ত:কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্কেটবল
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় মুক্তিযোদ্ধা কাজী কামাল উদ্দিন (বীর বিক্রম) আন্ত:কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্টর দ্বিতীয় সেমিফাইনাল গতকাল ধানমন্ডিস্থ বাস্কেটবল জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হয়। ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৪৬-৪৫ পয়েন্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে ওঠে। প্রথমার্ধের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ২৫-২০ পয়েন্টে এগিয়েছিল। আজ সকাল সাড়ে ৯ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শহীদ এ এইচ এম কামরুজ্জামান সরকারী ডিগী কলেজের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল শেষে প্রধান অতিথি থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাস্কেটবল ফেডারেশন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক সংসদ সদস্য ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন।
অর্ধযুগ পর মন্ট্রিলে ফেদেরার
স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষ সপ্তায় বসছে বছরের শেষ গ্র্যান্ড ¯ø্যাম ইউএস ওপেনের আসর। এর আগে নিজেকে তো একটু ঝলিয়ে নেওয়া চায়। এজন্য আগামীকাল থেকে শুরু হতে যাওয়া রজার্স কাপে নাম লিখিয়েছেন টেনিসের সবচেয়ে বড় তারকা রজার ফেদেরার। ছয় বছর পর কানাডার মন্ট্রিলে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন রেকর্ড ১৯ গ্র্যান্ড ¯ø্যামের মালিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ