Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলেজ রাগবির সেমিফাইনাল আজ

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কলেজ রাগবির সেমিফাইনাল আজ। শেষ চারের লড়াইয়ে মুখোমুখী হবে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও ম্যাস্ট্রো ক্রাউন কলেজ এবং কবি নজরুল সরকারী কলেজ ও সরকারী বাঙলা কলেজ। এর আগে গতকাল গ্রæপ পর্বের তিনটি ম্যাচ মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় সরকারী বাঙলা কলেজ ১০-০ পয়েন্টে ঢাকা ইমপিরিয়াল কলেজকে এবং দ্বিতীয় ম্যাচে কবি নজরুল সরকারী কলেজ সমান ব্যবধানে হারায় সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজকে। দিনের শেষ ম্যাচে বীরশ্রেষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ ৫-৫ পয়েন্টে ড্র করে ম্যাস্ট্রো ক্রাউন কলেজের বিপক্ষে।
দূরপাল্লার সাঁতারু বাছাই
স্পোর্টস রিপোর্টার : ভারতের মুর্শিদাবাদে ভাগীরথী নদীতে অনুষ্ঠিত হবে ৭৪তম বিশ্ব দুরপাল্লার সাঁতার। পুরুষ বিভাগে ৮১ কিলোমিটার ও ১৯ কিলোমিটার এবং মহিলা বিভাগে ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা হবে। এ আসরে বাংলাদেশ অংশ নেবে। এ লক্ষ্যে দল গঠনের জন্য সাঁতারু বাছাই করবে সাঁতার ফেডারেশন। সোমবার সকাল নয়টায় বনানীস্থ বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তরের সুইমিং পুলে উন্মুক্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। বাছাই কার্যক্রমে এশটি সংস্থা থেকে প্রতি ইভেন্টে সর্বোচ্চ দু’জন সাঁতারু অংশ নিতে পারবে। আগ্রহী সাঁতারুদের সকাল সাড়ে আটটায় উপস্থিত থাকতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ