মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন সেনাবাহিনী বিশ্বজুড়ে সর্বাত্মক সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে। রাশিয়াসহ অন্যান্য জটিল হুমকি মোকাবেলায় এ পদক্ষেপ নিচ্ছে বলে খবরে বলা হয়। ইউরোপের মার্কিন বাহিনীর সামরিক মহড়া এবং অনুশীলন নির্ধারণের দায়িত্বে নিয়োজিত মার্কিন বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জন হ্যালি এ কথা জানিয়েছেন। তিনি আরো বলেন, স্থল, সাগর, আকাশ, মহাকাশ এবং সাইবার জগতের সব জটিল হুমকি মোকাবেলা তৈরি থাকতে হবে মার্কিন সেনাবাহিনীকে। যুদ্ধের মহড়ায় মার্কিন সামরিক বাহিনীর নয় শাখার সব ক’টির সেনাদের অংশ গ্রহণের ব্যবস্থা রাখায় পেন্টাগনের লক্ষ্য বলেও জানান তিনি। ভবিষ্যতের সামরিক মহড়া কোনো সুনির্দিষ্ট অঞ্চল বা সামরিক শাখায় সীমাবদ্ধ থাকবে না। এ ধরণের সর্বাত্মক মহড়া ২০২০ সাল থেকে শুরু করা যাবে বলেও জানান তিনি। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।