Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলোচনায় বসছেন ল্যাভরভ-টিলারসন

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বৈঠকে বসতে সম্মত হয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহের শেষ দিকে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ম্যানিলায় চলতি মাসের ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত আসিয়ান আঞ্চলিক নিরাপত্তা ফোরামের বৈঠক হবে। এর অবকাশে টিলারসন-ল্যাভরভ’র মধ্যে আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল শুক্রবার ফোনালাপের মাধ্যমে এ বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে রুশ মন্ত্রণালয় জানায়, এ বৈঠকের বিষয়ে উদ্যোগ নিয়েছে আমেরিকা। বৈঠকে উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কী পদক্ষেপ নেয়া উচিত সে বিষয়ে আলোচনা করবেন তারা। রুশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক বিপজ্জনকভাবে তলানিতে এসে ঠেকেছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণের পর দুই দেশের শীর্ষ কূটনীতিকরা ফোনালাপ করেন।
ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ