প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : নায়করাজ রাজ্জাক এখন অভিনয় করেন না বললেই চলে। অসুস্থতাজনিত কারণেই তিনি অভিনয় করতে চান না। তবে নিজের ছেলের কারণে তাকে এখন অভিনয় করতে হচ্ছে। এর কারণ হচ্ছে, পরিবারের সদস্যরা শুটিং চলাকালী যেভাবে খেয়াল রাখতে পারবেন, তা অন্য কোন প্রোডাকশনে সম্ভব নয়। এ বিবেচনা করেই পুত্র সম্রাটের পরিচালনায় ‘চেয়ারম্যানের চরিত্র ফুলের মতো পবিত্র’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করবেন। রানা জাকারিয়ার লেখা গল্প পড়ে তাতে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেন রাজ্জাক। সম্রাটও তাতে সম্মতি দেন। গত ৬ মার্চ থেকে রাজধানীর অদূরে পূবাইলে একটি শুটিং হাউজে টেলিফিল্মের শুটিং শুরু হয়। রাজ্জাক বলেন, ‘টেলিফিল্মের গল্প আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। তাই এতে কাজ করছি। সম্রাটতো নির্দেশনায় এখন বেশ দক্ষ হয়ে উঠেছে। তার কাজ এখন বেশ প্রশংসিতও হচ্ছে।’ সম্রাট বলেন, ‘আব্বার আগ্রহেই আসলে কাজ করা। তা না হলে হয়তো অন্য কাউকে নেয়া হতো। কিন্তু যেহেতু আব্বা নিজে থেকেই টেলিফিল্মটিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তাই তাকে নিয়েই কাজটি করছি। সবমিলিয়ে দারুণ একটি টেলিফিল্ম হয়েছে। দর্শক মজা পাবেন।’ টেলিফিল্মটি শিগগিরই চ্যানেল আইতে প্রচার হবে। এতে আরো যারা অভিনয় করছেন তারা হচ্ছেন আহসানুল হক মিনু, দুলাল সরকার, গুলশান আরা পপি, হিমি প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।