Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরাতে জনসংখ্যার মাত্র ৩১ শতাংশ নারী

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে জনসংখ্যা দাঁড়িয়েছে ৯১ লাখ ২১ হাজার ১৬৭ জনে। ওই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রশাসনিক তথ্যের ভিত্তিতে দেশটির ফেডারেল কমপিটিটিভনেস অ্যান্ড স্ট্যাটিসটিকস কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে। মোট জনংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৬২ লাখ ৯৮ হাজার ২৯৪, নারীর সংখ্যা ২৮ লাখ ২২ হাজার ৮৭৩। অর্থাৎ মোট জনসংখ্যার ৬৯ শতাংশ পুরুষ ও ৩১ শতাংশ নারী। গবেষণা, পরিকল্পনা, সিদ্ধান্ত নেয়া এবং নীতি নির্ধারণের মতো নানা গুরুত্বপূর্ণ কাজের জন্য জনসংখ্যার তথ্যকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ