Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেহরক্ষীর প্রেমে মজেছিলেন ডায়না

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রিন্সেস ডায়না ও তার এক সময়ের দেহরক্ষী ব্যারি ম্যানাকেকে নিয়ে গুঞ্জন রয়েছে যে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। মূলত প্রিন্স চার্লসের ঘনিষ্ঠ মহল থেকেই এ ধরনের অভিযোগ ছড়িয়েছে। তবে চ্যানেল ফোরে প্রকাশিতব্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যানাকের সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক ডায়না স্বীকার করলেও শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করেছেন। ব্যক্তি সম্পর্কের জটিল হিসাব-নিকাশও উঠে আসে তার একটি কথায়। ডায়না বলছিলেন, আমি আগুন নিয়ে খেলছি। সেই আগুনে নিজের পুড়ে যাওয়ার কথাও বলছিলেন তিনি। এ কথা সত্য একটা সময় ডায়নার সঙ্গে প্রিন্স চার্লসের সম্পর্কটা একেবারে তলানিতে এসে ঠেকেছিল। একদিকে তিনি জড়িয়ে পড়েন ম্যানাকের সঙ্গে একটা সম্পর্কে। অন্যদিকে প্রিন্স চার্লসও একটু একটু করে ফিরতে শুরু করেন তার সাবেক প্রেমিকার কাছে। এসব নিয়ে জটিলতার মধ্যে সবকিছু ছেড়ে ম্যানাকের সঙ্গে চলে যেতেও রাজি ছিলেন ডায়না। প্রিন্স হ্যারির জন্মের একবছর পর ১৯৮৫ সালের দিকে ম্যানাকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে ডায়নার। সমগ্র ভিডিওতে যদিও ডায়না কোথাও ম্যানাকের নাম নেননি এটা স্পষ্ট যে তিনি আসলে তার কথাই বলছিলেন। ১৯৮৭ সালে চাকরি হারানোর পর এক সড়ক দুর্ঘটনায় মারা যান ম্যানাকে। ম্যানাকের মৃত্যুকে হত্যাকাÐ হিসেবেও উল্লেখ করেন ডায়না। একইসঙ্গে ঘটনাটিকে নিজের জীবনের সবচেয়ে বড় ধাক্কা বলেও অভিহিত করেন তিনি। এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ