Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএস সদস্যের রাসায়নিক হামলা নস্যাতের দাবি অস্ট্রেলিয়া পুলিশের

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চলতি বছরের জুলাই মাসে একটি অস্ট্রেলীয় বিমান ভূপাতিতের প্রচেষ্টায় আইএস-এর সংযোগ খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছে সে দেশের ফেডারেল পুলিশ। তুরস্ক থেকে একজন আইএস সদস্য ওই বিমান ধ্বংসের বিস্ফোরক পাঠিয়েছিল বলে দাবি তাদের। অস্ট্রেলীয় পুলিশের দাবি, সেই বিস্ফোরকে কেবল বিমান ভূপাতিত করা নয়, চেষ্টা হয়েছিল বিষাক্ত রাসায়নিক গ্যাস ডিভাইস বানানোরও। পরিকল্পনাগুলো নস্যাত করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা। জোরদার করা হয়েছে অস্ট্রেলিয়ার বিমানবন্দরে নিরাপত্তা। খবরে বলা হয়, ৩০ জুলাই সিডনির সন্ত্রাসবাদবিরোধী অভিযানে গ্রেফতার করা হয় বেশ কজন সন্দেহভাজন সন্ত্রাসীকে। বিমান ভূপাতিতের চেষ্টায় জড়িত দাবি করে এদের মধ্যে দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের দাবি, ওই ব্যক্তিরা দুটি পরিকল্পনা করেছিল। এর একটি হলো ১৫ জুলাই সিডনি ছাড়ার অপেক্ষায় থাকা ইতিহাদ বিমানের ফ্লাইটে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) স্থাপন করা। আর আরেকটি পরিকল্পনা হলো, গ্যাস বিচ্ছুরণের ডিভাইস তৈরি করা। অবশ্য, তারা শেষ পর্যন্ত ডিভাইসটি তৈরি করতে সক্ষম হয়নি। তদন্তকারীরা বলছেন, ওই পরিকল্পনাগুলো ভÐুল করে দেওয়া হয়েছে। অস্ট্রেলীয় পুলিশের ডেপুটি কমিশনার মাইকেল ফেলান বলেন, এটি অস্ট্রেলিয়ার মাটিতে সংগঠিত সবচেয়ে অত্যাধুনিক পরিকল্পনাগুলোর একটি। ফেলান বলেন, একটি হাই-এন্ড মিলিটারি গ্রেডের বিস্ফোরক লাগেজে লুকানো ছিল এবং ১৫ জুলাই তা সিডনি বিমানবন্দরে নিয়ে আসা হয়। তবে এটিকে নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়নি। এ ব্যাপারে ফেলান বলেন, কেন লাগেজটিতে নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হলো না তা নিয়ে অনুমাননির্ভর কথা বলা হচ্ছে। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই-এ লাগেজটিকে নিরাপত্তা স্ক্রিনিং এর আশেপাশেও নেওয়া হয়নি। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠন আইএস-এর জ্যেষ্ঠ এক নেতা তুরস্ক থেকে বিস্ফোরকগুলোর উপকরণ পাঠিয়েছেন। কার্গো বিমানে করে সেগুলো অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, অভিযুক্ত ব্যক্তিরা ওই উপকরণগুলোকে একসঙ্গে করে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরি করে। পুলিশ বলছে, দ্বিতীয় ধাপে ইমপ্রেভাইজড কেমিক্যাল ডিভাইস তৈরির যে নকশা হয়েছিল তাতে তা দিয়ে হাইড্রোজেন সালফাইড কিংবা ‘পচা ডিমের গ্যাস’ নির্গত করা যেত। অবশ্য ফেলান বলছেন, স¤প্রতি পুলিশের অভিযানে ওই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে। তিনি জানান, বেশ কিছু উপকরণ ও কেমিক্যাল উদ্ধার করেছেন তারা। তবে ওই ডিভাইস ব্যবহার করে কোন জায়গায় হামলা চালানোর উদ্দেশ্য ছিল তা জানা যায়নি। ৩০ জুলাই সিডনির সুরি হিলস, লাকেমবা, উইলি পার্ক এবং পাঞ্চবৌল এলাকায় সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করে অস্ট্রেলিয়ার আইন প্রয়োগকারী বাহিনী। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ