Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টর্চ টাওয়ারে ফের অগ্নিকান্ড

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৭৯ তলা আবাসিক ভবন টর্চ টাওয়ারে আবারও বড় ধরনের অগ্নিকাÐ ঘটেছে। খবরে বলা হয়, বলা হয়, দুবাইয়ের মেরিনা এলাকায় গতকাল শুক্রবার প্রথম প্রহরে ১১০৫ ফুট উঁচু ওই ভবনে আগুন লাগার পর অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ভোর ৪টার দিকে তা নিয়ন্ত্রণে আনেন। দুবাই সিভিল ডিফেন্স জানিয়েছে, আগুন লাগার পরপরই ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবনগুলোর অন্যতম এই টর্চ টাওয়ারে কীভাবে আগুনের সূত্রপাত হল, কর্তৃপক্ষ তা জানাতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, ভবনটির নিচ থেকে উপর পর্যন্ত জ্বলছে। উপর থেকে খসে পড়ছে জ্বলন্ত অংশ। বিবিসি জানিয়েছে, ২০১১ সালে চালু হওয়া এ ভবনে ৬৭৬টি অ্যাপার্টমেন্ট রয়েছে। দুই বেডরুমের এক একটি ফ্ল্যাটের দাম পাঁচ লাখ ডলারের বেশি। এর আগে ২০১৫ সালে আগুন লেগে টর্চ টাওয়ারের ৫১ তলা থেকে ওপরের ২০টি তলা ক্ষতিগ্রস্ত হয়। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ