Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-২০ বিশ্বকাপ নিয়ে জিটিভির আয়োজন

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকদের ক্রীড়া বিনোদোনের মাত্রা বাড়িয়ে দিতে ক্রিকেটের সঙ্গে বড় পরিসরে যুক্ত হয়েছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল জিটিভি (গাজী টোলভিশন)। এরই ধারাবাহিকতায় চলতি টি-২০ বিশ্বকাপ ২০১৬ আসরের সবগুলো খেলাই সরাসরি সম্প্রচার করছে চ্যানেলটি। খেলা সরাসরি সম্প্রচারের পাশাপাশি জিটিভি আয়োজন করেছে ক্রিকেট নিয়ে একধিক অনুষ্ঠানের। প্রতিটি ম্যাচের শুরুতে এবং শেষে চ্যানেলটি প্রচার করছে বিশেষ ক্রিকেট টক শো ‘ক্লিয়ার নিবেদিত ক্রিকেট এক্সট্রা’। এছাড়াও খেলা চলাকালীন সময়ে প্রতিদিন রাত ১১টায় প্রচারিত হবে ‘গ্রামীণফোন নিবেদিত ক্রিকেট ম্যানিয়া’। প্রতিদিনের এ অনুষ্ঠান দুটিতে সাবেক ক্রিকেট তারকারা অংশ নিয়ে পর্যালোচনা করবেন খেলার বিভিন্ন দিক নিয়ে। রাত ১২টায় এবং পরের দিন বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে প্রতিদিনের ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ বিশেষ নিয়ে ‘গাজী টায়ার নিবেদিত ক্রিকেট হাইলাইটস’। অনুষ্ঠানগুলো পর্যায়ক্রমে উপস্থাপনা করবেন জনপ্রিয় টিভি উপস্থাপিকা মারিয়া নুর, সামিয়া আফরিন এবং শ্রাবন্য তৌহিদা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি-২০ বিশ্বকাপ নিয়ে জিটিভির আয়োজন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ