Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ চট্টগ্রাম যাচ্ছেন মুশফিকরা

| প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সংশয়ের কালো মেঘ কেটে গেছে। আর নতুন কোন সমস্যা না হলে নির্ধারিত সময়েই হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। যে সিরিজকে ঘিরেই চলছে মুশফিকদের প্রস্তুতি। প্রাথমিকভাবে মারিও ভিল্লাভারায়নের অধীনে তিন সপ্তাহের ফিটনেস ক্যাম্প শেষে হেড কোচ হাতুরুসিংহে ফেরায় তার অধীনে চলছে মূল অনুশীলন।
যেহেতু দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষটি চট্টগ্রামে, তাই প্রস্তুতি পর্বের একটা অংশ বন্দর নগরিতে করার সিদ্ধান্তও নেয়া আছে। সে আলোকেই আগামীকাল থেকে অনুশীলন হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, ‘আগামীকাল (আজ) বিকেলে চট্টগ্রাম যাবে জাতীয় দলের বহর। সেখানে এক সপ্তাহ অবস্থান করবে। তারপর ১২ আগষ্ট আবার ঢাকায় ফিরে আসবে জাতীয় দল।’
৭ আগস্ট সোমবার পর্যন্ত টানা তিনদিন সকাল-বিকেল দুই বেলা অনুশীলন। ৮ আগস্ট শুধু জিম আর ফিজিক্যাল ট্রেনিং। ৯ থেকে ১১ আগস্ট তিন দিনের প্রস্তুতি ম্যাচ। ঐ ওয়ার্ম আপ ম্যাচ শেষে ১২ আগস্ট জাতীয় দল ফেরত আসবে ঢাকায়। একদিন বিশ্রাম দিয়ে ১৪, ১৫ ও ১৬ আবার টানা অনুশীলন। এরপর একটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ। সেটা হবে ১৭-১৮ আগস্ট। ঐ ম্যাচ শেষেই প্রথম টেস্ট স্কোয়াড চূড়ান্ত হবে। তেমনটাই জানালেন প্রধান নির্বাচক, ‘সবকিছু ঠিক মত চললে আগামী ১৮ আগষ্ট হয়তো অস্ট্রেলিয়া ঢাকায় পা রাখবে। আমরা ১৭ ও ১৮ আগস্ট দু’দিনের প্র্যাকটিস ম্যাচ শেষে ঐ দিন দল ঘোষণার চিন্তা ভাবনা করছি। যেহেতু ঘরের মাঠে খেলা, তাই আমরা ১৪ জনের দলই সাজাবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ