Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

মার্কেন্টাইল ব্যাংক জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন

| প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো ঃ মার্কেন্টাইল ব্যাংক জাতীয় জুনিয়র ও সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ আগামীকাল থেকে শুরু হচ্ছে। এবারের আয়োজক হচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। পাঁচ দিনব্যাপী এ চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করবেন সিটি মেয়র ও সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচারক সাহাবুদ্দিন আলম। গতকাল এক সাংবাদিক সম্মেলনে সিজেকেএস’র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক কমিটির সম্পাদক আমিনুল ইসলাম এ তথ্য জানান। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, মার্কেন্টাইল ব্যাংকের আঞ্চলিক প্রধান আবু তাহের এতে বক্তব্য রাখেন। এ প্রতিযোগিতায় ৫৩টি জেলা থেকে মোট ২৬৫ জন শাটলার অংশগ্রহণ করছে। ১৫ লক্ষ টাকা বাজেটের মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান দিচ্ছে ১০ লক্ষ টাকা। ইভেন্টগুলো হচ্ছে অনুর্ধ্ব-১৫ ও ১৮ পুরুষ (একক ও দ্বৈত), অনুর্ধ্ব-১৫ ও ১৮ মহিলা (একক ও দ্বৈত) এবং অনুর্ধ্ব-৪৫ ভ্যাটার্ন পুরুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ