মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন সাবেক সিনেটর রন পল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান এবং উত্তর কোরিয়ার সঙ্গে ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ছুটে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের যুদ্ধ হলে তাতে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র শাসনের মেয়াদ ফুরাবে বলেও ঘোষণা করেন তিনি। তিনি বলেন, ইরান বা উত্তর কোরিয়ার সঙ্গে নতুন করে সংঘাত উসকে দিয়ে নিজ নির্বাচনী প্রতিশ্রæতি ট্রাম্প ভঙ্গ করেছেন। ট্রাম্প অন্তত একটি বা দু’টি ধ্বংসাত্মক যুদ্ধের দিয়ে এগিয়ে চলেছেন। উত্তর কোরিয়া না ইরান কার সঙ্গে তিনি যুদ্ধে যাবেন সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বলেও জানান তিনি। নিজ ওয়েবসাইট রন পল ইন্সটিটিউট ফর পিস অ্যান্ড প্রসপারিটিতে প্রকাশিত নিবন্ধে এ সব কথা বলেন ৮১ বছর বয়সী রন পল। তিনি বলেন, রাশিয়ানগেট নামে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ভিত্তিহীন অভিযোগ তুলে নিজ দল ও ডেমোক্র্যাট সদস্যদের চাপের মুখে পড়েছেন ট্রাম্প। তিনি আরো বলেন, এ থেকে রক্ষা পাওয়ার জন্য একটি ছোটখাটো ক্ষুদ্র যুদ্ধ শুরু করতে পারেন ট্রাম্প। কিন্তু এমনটি করা হলে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হয়ে যাবে এবং বড় ধরনের যুদ্ধ বেঁধে যাবে বলে আশংকা প্রকাশ করেন তিনি। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।