Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিভিতে অভিবাসী হওয়ার পথ বন্ধ হতে যাচ্ছে

| প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এবার বৈধভাবেও যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার সুযোগ কমছে। বিশেষ করে আত্মীয়তার সূত্রে অভিবাসী হওয়ার পথ বন্ধ করতে চাইছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে প্রস্তাবিত একটি বিলে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি কংগ্রেসে পাস হলে লটারির মাধ্যমে ডাইভার্সিটি ভিসায় (ডিভি) যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার পথ বন্ধ হবে এবং আগামী ১০ বছরে দেশটিতে বৈধভাবে অভিবাসন গ্রহণের সুযোগ ৫০ শতাংশ কমে যাবে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ায় মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ব্যাপক হারে কমে আসার পর বৈধ অভিবাসী কমানোর পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন। তবে দক্ষ, সম্পদশালী ও আমেরিকার উন্নয়নে কাজে আসতে পারে- এমন অভিবাসী নেওয়া অব্যাহত রাখবে তারা। কানাডা ও অস্ট্রেলিয়ার মতো বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছেঁকে ছেঁকে দক্ষ মানুষ নিতে চায় দেশটি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ