Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগান কমান্ডারকে বরখাস্তের পরামর্শ

| প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা। আর সেকারণেই ট্রাম্প দক্ষিণ এশিয়ার জন্য নতুন মার্কিন কৌশল নির্ধারণ করতে সময় নিচ্ছেন বলে মনে করছেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থাকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, ট্রাম্প আফগানিস্তানে মোতায়েনরত মার্কিন সেনা কমান্ডারকে বরখাস্ত করারও পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, ট্রাম্পের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে তার সংশয় ও হতাশা দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার বেশ কয়েকজন উপদেষ্টা। ট্রাম্পকে দিয়ে দ্রæত আফগানিস্তানের জন্য নতুন মার্কিন কৌশল অনুমোদনেরও চেষ্টা চলছে। গত বুধবার (২ আগস্ট) ওই কর্মকর্তারা রয়টার্সকে জানান, ১৯ জুলাই হোয়াইট হাউস সিচুয়েশন রুমে উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের একটি বৈঠক হয়। বৈঠকে এক কর্মকর্তা আফগান যুদ্ধ ‘শেষ পর্যায়ে আছে’ বলে জানালে ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ