Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তেজনা প্রশমনের ইঙ্গিত চীন-ভারত সীমান্তে

| প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সরকারি মুখপত্রের মাধ্যমে তর্জন-গর্জন কিংবা সীমান্তে যুদ্ধজিগির বাড়িয়ে তোলা নয়, আজ ডোকলাম নিয়ে ১৪ পাতার দীর্ঘ কূটনৈতিক বিবৃতি প্রকাশ করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বেইজিং জানিয়েছে, ডোকলামে কমে গেছে ভারতীয় সেনার সংখ্যা। কূটনীতিকদের মতে, ভারতের পাশাপাশি চীনও ডোকলাম নিয়ে উত্তেজনা কমাতে চাইছে। এই বিবৃতি থেকে তারই ইঙ্গিত মিলেছে। চীনা এলাকায় ভারতীয় সেনা কমছে, এমন ইঙ্গিত বেইজিং দেয়ায় এতে দিল্লির সুবিধাই হবে বলে মনে করছেন কূটনীতিকরা। কূটনৈতিক বিবৃতিতে চীন-সিকিম সীমান্তের ঐতিহাসিক অবস্থান বিস্তারিত তুলে ধরে সঙ্কটের মসৃণ নিষ্পত্তি’র জন্য ভারতীয় সেনাকে ডোকলাম ছেড়ে ফিরে যেতে বলা হয়েছে। সেইসঙ্গে চীন দাবি করেছে, ১৮ জুন ২৭০ জন ভারতীয় সেনা দু’টি বুলডোজার নিয়ে ডোকলামে এসেছিলেন। এক সময়ে সেখানে প্রায় ৪০০ ভারতীয় সেনা ছিলেন। কিন্তু এখন সেখানে রয়েছেন মাত্র ৪০ জন! চীনের এই বিবৃতির পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে অবশ্য পাল্টা জানানো হয়েছে, যেদিন থেকে দু’দেশের সেনা ডোকলামে মুখোমুখি দাঁড়িয়েছে, তখন থেকেই ৩৫০ জন ভারতীয় সেনা সেখানে রয়েছেন। এখনো পর্যন্ত কোনো সেনা প্রত্যাবর্তনের ঘটনা ঘটেনি। পাশাপাশি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দীর্ঘ বিবৃতির জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎপর্যপূর্ণ ভাবে জানিয়েছে, ভারত-চীন সীমান্তে শান্তি এবং স্থিতি বজায় রাখাটা দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বশর্ত। এ নিয়ে গত ৩০ জুন প্রকাশিত বিবৃতিতে যা বলা হয়েছিল, সেটাই ভারতের ঘোষিত অবস্থান। কূটনীতিকদের মতে, এ দিনের ঘটনাপ্রবাহ এই ইঙ্গিতই করছে যে উত্তেজনা কমানোর জন্য দু’দেশের পক্ষ থেকেই সক্রিয়তা শুরু হয়ে গেছে। না হলে বেইজিংয়ের ধুলো ঝেড়ে অতীতের দস্তাবেজ বের করে ভারতের কাছে কিছু প্রমাণ করার দায় থাকত না। অন্যদিকে ভারতের প্রতিক্রিয়াও কার্যত যথেষ্টই নরম। কূটনীতিকদের মতে, চীন স্নায়ুর লড়াইয়ে ভারতকে বেশ কিছুটা চাপে ফেলতে পেরেছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ