মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ভাস্কর্যের পাশ থেকে কুরআন এবং বাইবেল অপসারণ ঘটনায় দেশটির তামিলনাড়ু রাজ্যে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রামেশ্বরামে তার একটি ভাস্কর্য তৈরি করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে মূর্তিটি উদ্বোধন করেন। উদ্বোধনের আগে আব্দুল কালামের ভাস্কার্যের পাশে হিন্দু ধর্মের অন্যতম ধর্মীয় গ্রন্থ ‘শ্রীমদভগবৎ গীতা’র একটি ভাস্কর্যও স্থাপন করা হয়। এতে আব্দুল কালামের আত্মীয়-স্বজন, ভক্ত ও অনুসারীরা ক্ষুব্ধ হন। কেন কালামের মূর্তির পাশে শুধু গীতা রাখা হয়েছে, তা নিয়ে প্রথম প্রশ্ন তোলেন তামিলনাড়ুর এমডিএমকে নেতা ভাইকো। তার অভিযোগ, কালামের মূর্তিকেও ধর্মের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে গেরুয়া শিবির, যা কোনোভাবেই কাম্য নয়। পরে সরব হন আরো অনেকে এবং প্রতিবাদ স্বরূপ ‘গীতা’র পাশে একটি কুরআন এবং একটি বাইবেল রাখেন। এ ঘটনায় স্থানীয় একটি হিন্দু জাতীয়তাবাদী দল ক্ষিপ্ত হয় এবং এ বিষয়ে থানায় অভিযোগ করে। পরে কর্তৃপক্ষ ভাস্কর্যের পাশ থেকে বাইবেল এবং কুরআন সরিয়ে নেন। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।