Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

জাপানে নতুন প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ

| প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে গতকাল বৃহস্পতিবার দেশটির মন্ত্রী সভা পুনর্গঠনের অংশ হিসেবে নতুন প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। কিছু মন্ত্রীর দুর্নীতির কারণে সরকারের জনপ্রিয়তায় ব্যাপক ধস নামে, সরকারের ভাবমর্যাদা পুনরুদ্ধার ও জনসমর্থন পাবার আশায় অ্যাবে এ পদক্ষেপ নেন। সাবেক প্রতিরক্ষা প্রধান ইতসুনোরি ওনোদেরাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফিরিয়ে আনা হচ্ছে। গত সপ্তাহে অ্যাবের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র তোমোমি ইনাদা এই পদ থেকে দুর্নীতির কেলেঙ্কারি মাথায় নিয়ে পদত্যাগ করেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ছেলে তারো কোনোকে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন। রাজনৈতিক পরিবারের সন্তান অ্যাবে ২০১২ সাল থেকে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ