নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : উন্নত চিকিৎসার জন্যে সিঙ্গাপুর নিয়ে যাবার পর আগের চেয়ে বেশ ভালো আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মেহমুদ সুজন। সেখানে বিসিবি পরিচালকের সঙ্গে থাকা চিকিৎসক আমিনের বরাত দিয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন তেমনটাই, ‘সুজন ভাইয়ের জ্ঞান ফিরে এসেছে। তিনি এখন পরিচিতদের চিনতে পারছেন। তার নাকে লাগানো নল খুলে ফেলা হয়েছে। এখন মুখেই খেতে পারছেন তিনি।’
গত রবিবার সকাল থেকেই শরীর খারাপ ছিলো খালেদ মাহমুদ সুজনের। বিকেলে অবস্থা আরো খারাপের দিকে যেতে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতির জন্যে বিসিবির বোর্ড মিটিংয়ে অংশ নিতে না পারা সুজনকে সন্ধ্যায় দেখতে যান বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। পরে সুজনের এমআরআই করানো হলে সেটার রিপোর্ট সন্তোষজনক বলে জানানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয় তাকে। সেখানে গ্রিন ঈগলস হাসপাতালে চিকিৎসাধীন আছেন সুজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।