Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরতে মরিয়া শ্রীলঙ্কা

| প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : এমনিতেই প্রথম টেস্টে ভারত কাছে ৩০৪ রানে বিধ্বস্ত হয়ে ব্যকফুটে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। তার পর একের পর এক দুঃসংবাদে আরো মুশড়ে পড়ার কথা লঙ্কানদের। চোট আর অসুস্থতা মিলে এক মিনি হাসপাতালে পরিনত হয়েছে তাদের ক্রিকেট দল। এরপরও সিরিজ বাঁচাতে আজ ভারতকে মরণ কামড়ের প্রস্তুতি নিচ্ছে লঙ্কানরা। এজন্য তাদের প্রধান শক্তি হতে পারে নিউমোনিয়া কাটিয়ে নিয়মিত অধিনায়ক দিনেশ চান্ডিমালের দলে ফেরার বিষয়টি। তিন ম্যাচের এই সিরিজ বাঁচিয়ে রাখতে চান্দিমালকে জয়ের বিকল্প ভাবার কোন সুযোগ নেই। এজন্য পুরো দলও প্রস্তুত বলে জানান চান্দিমাল, ‘পুরো দল কঠোর পরিশ্রম করেছে। সকলের মধ্যেই একটি ভাল ফলের আকাঙ্খা পরিলক্ষিত হচ্ছে।’
আজ কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে দুশ্চিন্তা অবশ্য আরেকটু হলেও ছুঁয়ে গেছে লঙ্কানদের। ইনজুরির কারণে খেলা হচ্ছে না শ্রীলঙ্কার পরীক্ষিত গতি তারকা সুরাঙ্গা লাকমালের। পিঠের ইনজুরির কারনে তিনি খেলতে পারছেন না বলে নিশ্চিত করেছে লংকান ক্রিকেটের একটি সূত্র। নুয়ান প্রদীপ ও লাহিরু কুমারাকে জায়গা করে দিতে গলে অনুষ্ঠিত প্রথম টেস্টেও লাকমাল দলে ছিলেন না। এর আগে বৃদ্ধাঙ্গুলির হাড় ভেঙে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন অল-রাউন্ডার আসেলা গুনারতেœ। গল টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ের সময় বাম হাতের মধ্যাঙ্গুলিতে চোট পেয়েছেন অস্থায়ী অধিনায়ক রঙ্গানা হেরাথ। এ কারনে শ্রীলংকার দ্বিতীয় ইনিংসে হেরাথ আর ব্যাটিং করতে পারেননি।
আর এতে কপাল খুলেছে লাহিরু থিরিমান্নের। দীর্ঘ ১৩ মাস পর সাদা পোষাকে ফিরতে পারেন থিরিমান্নে। গতবছর জুনে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন এই পেস অলরাউন্ডার। সেবার লর্ডসে প্রথম ইনিংসে ৯০ রান খরচায় মাত্র ৩ উইকেট ঝুলিতে পুড়েছিলেন থিরিমান্নে। তার সাথে বেস্ট ইলেভেন সাজাতে দলে ডাকা হতে পারে ল²ণ সান্দাকানকেও। এবছর কলম্বোতে হওয়া বাংলাদেশের শততম টেস্টের সাক্ষী ছিলেন বাঁহাতি এই স্পিনার।
এ মাঠে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার রেকর্ডটা মন্দ নয়। আট টেস্টে চারটিতে ড্র হয়েছে, দুটি করে জিতেছে উভয় দল। সর্বশেষ ২০১৫ সালে ১১৭ রানে জিতেছিল ভারত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ