নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব, ঢাকা ও গ্রিন ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এবং ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ওয়ালটন প্রথম আন্ত:বিশ^বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের (ফারাজ চ্যালেঞ্জ কাপ) ফাইনাল আজ। এদিন কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি এবং ফারইস্ট ইউনিভার্সিটি। বিকাল ৪টা ৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। এটিএন বাংলা খেলাটি সরাসরি সম্প্রচার করবে। যদিও আয়োজক এবং বিশ্ববিদ্যালয়ে পড়–য়া ফুটবলারদের ইচ্ছে ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলার। কিন্তু বৈরী আবহাওয়া এবং প্রিমিয়ার লিগের কারণে তা আর সম্ভব হয়নি। গেল ৪ জুলাই মাঠে গড়ায় এই টুর্নামেন্ট। এতে ২০টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল ট্রফির সঙ্গে যথাক্রমে ২ লাখ ও ১লাখ টাকা প্রাইজমানি পাবে। ফাইনালে জয় পেতে আশাবাদি দু’দলই। গ্রিন ইউনিভার্সিটির অধিনায়ক মো: বশির উদ্দিন বলেন, ‘আমাদের খেলার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ জানাই সোনালী অতীত ক্লাবকে। ফারইস্ট অনেক ভাল দল হলেও তাদের হারিয়েই আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আমাদের দলে বয়সভিত্তিক জাতীয় দলের চার ফুটবলার রয়েছেন। তাই ম্যাচ জিততে আশাবাদি আমি।’ ফারইস্ট ইউনিভার্সিটির অধিনায়ক মো: মাইনুল আবেদীন সুজয় বলেন, ‘গ্রিন ইউনিভার্সিটি বেশ শক্তিশালী দল। জাতীয় দলে খেলা ক’জন ফুটবলার আছেন তাদের দলে। তবে আমরা ভয় পাচ্ছি না। মাঠে আমরা সেরাটা দিয়েই জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হতে চাই।’
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন হা-মীম গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। এসময় উপস্থিত থাকবেন সাবেক সাংসদ ও বাফুফে সদস্য হারুনুর রশীদ, ক্রীড়া সংগঠক মনজুর কাদের, প্রধানমন্ত্রীর একান্ত সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর, ট্রান্সকম গ্রæপের পরিচালক ও ফারাজের মা সিমিন হোসেনসহ সাবেক তারকা ফুটবলাররা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। আসলাম বলেন, ‘প্রতিবছর এই টুর্নামেন্ট হবে। সামনে আরো বড় পরিসরে। ফারাজ চ্যালেঞ্জ কাপ দেশের ফুটবলে বিশেষ টুর্নামেন্ট হিসেবে জায়গা করে নিবে। আমাদের পরিকল্পনা রয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যেও এটি ছড়িয়ে দেয়ার।’ এসময় উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, আবু ইউসুফ, খন্দকার রকিবুল ইসলাম এবং ওয়ালটন গ্রæপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।