নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : আজ শুরু হচ্ছে অষ্টম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কলেজ রাগবি প্রতিযোগিতা। এ আসরে ১১টি দল চার গ্রæপে হয়ে খেলছে। গ্রæপ সেরারা খেলবে সেমিফাইনাল। আগামী শনিবার দু’টি সেমিফাইনাল এবং পরের দিন তৃতীয় স্থান নির্ধারনী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। কলেজ রাগবির এবারের ভেন্যু মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠ। বৃষ্টির মধ্যে এই টুর্নামেন্ট আয়োজনে কোনো সমস্যা দেখছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মওসুম আলী। তিনি বলেন, ‘রাগবি পানির মধ্যেও খেলা যায়। তাছাড়া বৃষ্টি হলে শারীরিক শিক্ষা কলেজ মাঠে বেশি পানি জমে না। সুন্দরভাবেই টুর্নামেন্ট হবে আশা করছি।’ ঢাকার বাইরে চাঁদপুর থেকে হাইমচর মহাবিদ্যালয় অংশগ্রহণ করছে। অংশ নেয়া দলগুলো হলো: ‘ক’ গ্রæপ আদমজী ক্যান্টনমেন্ট ও কমার্স কলেজ। ‘খ’ গ্রæপ সরকারী বাংলা কলেজ, ঢাকা ইমপিরিয়াল কলেজ ও হাইমচর মহাবিদ্যালয়, চাঁদপুর। ‘গ’ গ্রæপ বিএএফ শাহীন কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও ম্যাস্ট্রো ক্রাউন কলেজ, সাভার। এবং ‘ঘ’ গ্রæপে রয়েছে সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ , ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ ও কবি নজরুল সরকারী কলেজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।