Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধুকে নিয়ে এই ছবি সম্বলিত মেসির আবেগঘন পোস্ট

ছিন্ন হচ্ছে এমএসএন বন্ধন

| প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

‘এতটা দিন সবকিছু তোমার সাথে শেয়ার করতে পারাটা ছিল খুবই আনন্দের বন্ধু। জীবনের নতুন অধ্যয়ে তোমার জন্য রইল শুভকামনা। আবার দেখা হবে। ভালোবাসি তোমায়।’
স্পোর্টস ডেস্ক : গুঞ্জনটাই অবশেষে সত্যি হওয়ার দ্বারপ্রান্তে। বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষের এক বিবৃতিই বলছে নেইমারকে নিয়ে বিশ্ব ফুটবলে ছড়ানো গুঞ্জনটা আসলে সত্যি। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা নেইমারের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সম্ভব্য গন্তব্যও সবার জানা। ২২২ মিলিয়ন ইউরোর বিশাল রিলিজ ক্লজ মিটিয়ে তাকে দলে নিতে যাচ্ছে পিএসজি। তবে বার্সাও একটা শর্ত জুড়ে দিয়েছে প্যারিসের ক্লাবকে। রিলিজ ক্লাজের এই পুরো অর্থ একবারে পরিশোধ করতে হবে পিএসজিকে, তাহলেই নেইমারকে পাবে তারা।
গতকাল দুবাই থেকে নেইমার বার্সেলোনায় ফিরেছিলেন ঠিকই, কোচ আর্নেস্তো ভালভার্দের অনুশীলন ক্যাম্পেও সময়মত গিয়েছিলেন, তবে অনুমীলনে যোগ দিতে নয়, স্বতীর্থ ও কোচের কাছে নিজের সিদ্ধান্তের কথা জানাতে। এসময় তার সাথে ছিলেন এজেন্ট হিসেবে কাজ করা তার বাবা নেইমার সিনিয়র ও আরেক প্রতিনিধি। নিয়ম মেনে ভালভার্দের কাছ থেকে ছুটি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন নেইমার। ছুটি নিয়েছেন নিজের ‘ভবিষ্যৎ নির্ধারণের জন্য’ সময় চেয়ে। সব মিলে অনুশীলন ক্যাম্পে ৪০ মিনিট মত ছিলেন বলে বিভিন্ন গনমাধ্যমের খবর।
এর ঘন্টাখানেক পর বার্সা ক্লাব কতৃপক্ষ নিশ্চিত করে বিষয়টি। তারা জানায়, ‘খেলোয়াড় নেইমার জুনিয়র, তার বাবা ও এজেন্ট নিশ্চিত করেছে যে, নেইমার ক্লাব ত্যাগ করছেন। এই সংক্রান্ত একটি বৈঠক ক্লাব অফিসে আজ (গতকাল) সকালে অনুষ্ঠিত হয়েছে।’ কাতালান ক্লাবটি বিবৃতিতে আরো জানায়, চুক্তি অনুযায়ী নেইমার ২৫ মিলিয়ন ইউরো আনুগত্য বোনাস পাবেন যদি ১ আগস্ট পর্যন্ত তিনি ক্লাবের সাথে থাকেন। খাতা-কলমে নেইমার অবশ্য এখনো বার্সাতেই আছেন। দলবদল সংক্রান্ত ঝামেলা মেটাতে অনুশীলন থেকে সাময়ীক ছুটি নিয়েছেন মাত্র।
ছুটি নিলেও তিনি যে বার্সা ছাড়ছেন এ ব্যাপারে নিশ্চিত। আর সেটা নিশ্চিত জেনেই এতদিনের বন্ধুকে নিয়ে আবেগঘন এক বিদায়ী বার্তা গতকাল বিকেলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন লিওনেল মেসি। দুটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেছেন মেসি। ভিডিওটি বার্সার ড্রেসিং রুমের। মেসি ও নেইমারে পাশাপাশি দুটি জর্সিকে মনে করিয় দেয় যে ভিডিও ক্লিপটি। ভিডিও পোস্টটির ক্যাপশনে লেখা, ‘এতটা দিন সবকিছু তোমার সাথে শেয়ার করতে পারাটা ছিল খুবই আনন্দের বন্ধু। জীবনের নতুন অধ্যয়ে তোমার জন্য রইল শুভকামনা। আবার দেখা হবে। ভালোবাসি তোমায়।’ আরেকটি ছবিতে দেখা যায় গাড়ি চালাতে চালাতে বিষন্ন মনে একদিকে তাকিয়ে কি যেন ভাবছেন আর্জেন্টাইন তারকা।
এদিকে রেকর্ড ট্রান্সফার ফির দ্বিগুনেরও বেশি দামে নেইমারকে কেনা-বেচার এই বিষয়টি আইনি দৃষ্টিকোন দিয়ে দেখার ইঙ্গিত দিয়েছে উয়েফা। লা লিগা কতৃপক্ষও হুমকি দিয়েছে এত বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে খেলোয়াড় দলবদলের কোন বৈধতা আছে কিনা খতিয়ে দেখার। তাদের ধারণা, এতে উয়েফা ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) নীতির লঙ্ঘন হতে পারে। এজন্য ইউরোপিয়ান ফুটবল গভার্নিং বডি যদি কোন পদক্ষেপ না নেয় তাহলে সাবেক লিগ ওয়ান চ্যাম্পিয়ন দলটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তাবেস। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাফিকেও স্প্যানিশ লিগ কর্তৃপক্ষের উদ্দেশ্য সম্পর্কে অবগত করেছেন তাবেস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ