Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোবাইলে হিন্দি গান হাইকোর্টে পক্ষভুক্ত হলো ভারতীয় হাঙ্গামা

| প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মোবাইল ফোনে ভারতীয় হিন্দি গান, বাংলা গানসহ উপমহাদেশের যেকোনো গান ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের আদেশ ও রুলে পক্ষভুক্ত হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান হাঙ্গামা। গতকাল বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ প্রতিষ্ঠানটির পক্ষভুক্ত হওয়ার আবেদন মঞ্জুরের আদেশ দেন। আদালতে ভারতীয় হাঙ্গামার পক্ষে ছিলেন-ব্যারিস্টার তানজীবুল ইসলাম। রিটকারী প্রতিষ্ঠান মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস, মেহেদী হাসান চৌধুরী ও ব্যারিস্টার উপমা বিশ্বাস। এর আগে ২০১৫ সালের ৯ জুলাই মোবাইলে রিংটোন, ওয়েলকাম টোন ও সব ভ্যালু অ্যাডেড সার্ভিস হিসেবে হিন্দি গান, ভারতীয় বাংলা গান ও উপমহাদেশের যেকোনো সিনেমার গান ব্যবহারে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেন আদালত।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
একই সঙ্গে এসব গান ব্যবহার কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলিও জারি করেন আদালত। সংস্কৃতিসচিব, আইন, স্বরাষ্ট্র ও তথ্যসচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং ছয়টি মোবাইল অপারেটরকে এ রুলের জবাব দিতে বলা হয়। বর্তমানে রুলটি বিচারাধীন রয়েছে। হাইকোর্টে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও সেক্রেটারি বাদী হয়ে রিট আবেদনটি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ