মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলায় দুই বিরোধী দলীয় নেতার গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে একনায়ক আখ্যা দিয়েছেন তিনি। ট্রাম্প অবিলম্বে আটক নেতাদের মুক্তি দেওয়ার আহŸান জানান। গত মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন। বিবৃতিতে ট্রাম্প বলেছেন, তাদের যেকোনও নিরাপত্তা বিঘিœত হলে যুক্তরাষ্ট্র মাদুরোকে দায়ী করবে। মাদুরো সম্পূর্ণ অবৈধভাবে ওই দুই নেতাকে আটক করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসনও আটকের বিষয়টিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। এর আগে ভেনেজুয়েলায় আটক হন মাদুরোবিরোধী রাজনীতিক লিওপোলদো লোপেজ ও এন্টনিও লেদেজমা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলীয় ওই দুই নেতাকে গৃহবন্দী রাখা হয়েছিলো। সোমবার দিবাগত মধ্যরাতে গোয়েন্দা কর্মকর্তারা তাদেরকে সামরিক কারাগারে নিয়ে যায়। আটককৃত দুই রাজনীতিকই ২০১৪ সাল থেকেই গৃহবন্দি অবস্থায় ছিলেন। সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সরকারবিরোধী বিক্ষোভের সময় সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। আটককৃত দুই নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কঠোর সমালোচক হিসেবে পরিচিত। সংবিধান সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচন বয়কটের আহŸান জানিয়েছিলেন লোপেজ ও লেদেজমা। তাদের গ্রেফতারের ঘটনায় ব্যক্তিগতভাবে মাদুরো দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার চলমান সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। শত শত মানুষ আহত ও আটক হয়েছেন। তবে প্রেসিডেন্ট মাদুরো’র দাবি, আন্দোলনকারীরা মার্কিন ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে। উদ্ভূত পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে কোনও মার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠান মাদুরোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখতে পারবে না। আর সোমবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ভেনেজুয়েলার নির্বাচনে রাষ্ট্র কর্তৃক সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের কারণে তারা নির্বাচনকে স্বীকৃতি না-ও দিতে পারে। এদিকে মাদুরোর দাবি, বিপ্লবের জন্য এই ভোটের প্রয়োজন। মার্কিন নিষেধাজ্ঞাকে ভয় করেন না। তার ভাষায়, সাম্রাজ্যবাদী ট্রাম্প আমার বিরুদ্ধে তার পদক্ষেপে বুঝিয়ে দিয়েছেন তিনি আমাকে কতটা ঘৃণা করেন। কিন্তু আমি বিদেশি সরকারের নির্দেশ কখনও মানিনি এবং ভবিষ্যতেও মানবো না। আমি স্বাধীন দেশের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মাদুরো’র দাবি, আন্দোলনকারীরা মার্কিন ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।