Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ইরান বিষয়ে ট্রাম্পের সঙ্গে মতভিন্নতা টিলারসনের

| প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তেহরানের পরমাণু কর্মসূচি সীমিত করতে দুই বছর আগে স্বাক্ষরিত ছয়জাতি চুক্তি নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে মতভিন্নতা থাকার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। গত মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে টিলারসন নিজেই এ মতভিন্নতা থাকার কথা জানান। টিলারসন জানিয়েছেন, আন্তর্জাতিক চুক্তি ব্যবহার করে কীভাবে যুক্তরাষ্ট্র প্রশাসনের নীতি বাস্তবায়ন করা যায় তা নিয়েও ট্রাম্পের সঙ্গে আলোচনা করছেন তিনি। ২০১৫ সালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মধ্যে জয়েন্ট ক¤িপ্রহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জিসিপিওএ) নামের চুক্তিটি হয়। নির্বাচনী প্রচারে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ওবামা সরকারের করা এই চুক্তিকে ‘নিকৃষ্ট’ অ্যাখ্যা দিয়ে ক্ষমতায় গেলে চুক্তি থেকে দেশকে সরিয়ে নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার ছয় মাস পরও চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেননি তিনি; বলেছেন, টিলারসনের পরামর্শেই ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন না তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ