মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই-এর নতুন পরিচালক হিসেবে দায়িত্বগ্রহণ করছেন বিচার বিভাগের সাবেক আইনজীবী ক্রিস্টোফার রে। গত মঙ্গলবার মার্কিন সিনেটে ৯২-৫ ভোটে তাকে সমর্থন দেয় সিনেটররা। গতকাল বুধবার ব্রিটিশ বার্তা সংস্থার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধান জেমস কোমি বরখাস্ত হওয়ার তিনমাস পরে নতুন পরিচালক পেল দেশটির সর্বোচ্চ আইন শৃঙ্খলায় রক্ষাকারী বাহিনী। অভিযোগ উঠে, ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে বিবাদের জেরেই পদচ্যুত হন কোমি। ৯ মে তার বরখাস্তের পর বিশেষ কাউন্সিল রবার্ট মুলারকে রুশ সংযোগ নিয়ে এফবিআইকে নিয়ে তদন্তের দায়িত্ব দেয় বিচার বিভাগ। ফলে এবার মুলারের সঙ্গে এই তদন্তে থাকছেন রে। গত মাসে শপথের সময় মুলারের প্রশংসাও করেছিলেন রে। গত মাসে রে শপথ নিয়েছিলেন যে কোনওরকম রাজনৈতিক কিংবা প্রেসিডেন্টের চাপে দায়িত্ব অবহেলা করবেন না তিনি। মঙ্গলবার রিপাবলিকান সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি বলেন, এই মুহূর্তে রে’র স্বাধীনভাবে কাজ করা খুবই জরুরি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।