Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রুশ-মার্কিন সম্পর্কের অবনতি হতে পারে

| প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এই সম্পর্কের আরো অবনতি হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মঙ্গলবার একথা বলেন। সাংবাদিকদের টিলারসন আরো বলেন, আমার প্রথম মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ক্রেমলিনে যেসব বৈঠক করেছি, সেসবের পর আমার মনে হয়েছে স্নায়ুযুদ্ধ পরবর্তীকালে এ প্রথম দু’দেশের সম্পর্কের সবচেয়ে অবনতি ঘটেছে। সম্পর্কের এই অবনতি আরো হতে পারে। তিনি সন্ত্রাস বিরোধী লড়াইকে দু’দেশের মধ্যে একমাত্র অভিন্ন স্বার্থগত অবস্থান উল্লেখ করে বলেন। তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ