Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সংক্রমণ এড়াতে আইসিইউতে তোফা-তহুরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ২:৩৩ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহানুর ইসলাম পরিবর্তন ডটকমকে জানিয়েছেন, সংক্রমণের ঝুঁকি এড়াতে তোফা-তহুরাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ জন্য কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
তোফা-তহুরা আশঙ্কামুক্ত কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডা. শাহানুর ইসলাম বলেন, ‘৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত কোনোভাবেই বলা যাচ্ছে না তারা আশঙ্কামুক্ত কি না। এ ছাড়া তাদের ১০ দিন পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। তাদের প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন দেওয়া হচ্ছে। সবার ঐক্লান্তিক প্রচেষ্টায় আমরা সফল অস্ত্রোপচার করতে পেরেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ