Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

টেস্টে আফগানিস্তানের প্রথম প্রতিপক্ষ জিম্বাবুয়ে!

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গত মাসে লন্ডনে আইসিসির বার্ষিক সভায় ভোটাভুটিতে জিতে টেস্ট মর্যাদা পেয়েছে আফগানিস্তান। একই সঙ্গে টেস্ট খেলার অনুমতি পেয়েছে আয়ারল্যান্ডও। দুই দলই এখন সাদা জার্সিতে মাঠে নামার অপেক্ষায়। এরই মধ্যে শুরু করে দিয়েছে তোড়জোড়। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চায় এশিয়ান দলটি। আলোচনা ফলপ্রসু হলে প্রথম টেস্ট খেলতে নেমে পড়বে আফগানরা। আর সেই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা এ বছরেই!
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সিরিজটি নিজেদের হোম ভেন্যুতে আয়োজন করতে চায়। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং তিনটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চায় আফগানরা। নিজেদের দেশে নয়, হোম ভেন্যু হিসেবে ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেয়ার কথাও জানিয়েছে এসিবি।



 

Show all comments
  • Md. Nazmul Islam ২ আগস্ট, ২০১৭, ৯:১৮ এএম says : 0
    জানিয়েছে, একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং তিনটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চায় আফগানরা. Aktu valo kore liken
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ