Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোববার থেকে চ্যাম্পিয়নশিপ লিগ

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আগামী রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ফুটবল। এবারের আসরে মোট ১০টি দল অংশ নিচ্ছে। লীগে অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো : ফেনী সকার ক্লাব, উত্তর বারিধারা ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব, পুলিশ ফুটবল ক্লাব, মতিঝিল টিঅ্যান্ডটি ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, কাওরানবাজার প্রগতি সংঘ, বসুন্ধরা কিংস ও নোফেল স্পোর্টিং ক্লাব।
এই ১০ ক্লাবের প্রকিটিই অংশগ্রহণ ফি বাবদ পাবে পাঁচ লাখ টাকা করে। এছাড়া প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাঁচ লাখ এবং রানার্সআপ দল পাবে তিন লাখ টাকা। চ্যাম্পিয়নশিপ লীগের সর্বোচ্চ পয়েন্টধারী দু’টি দল প্রিমিয়ার লীগে খেলার সুযোগ পাবে এবং সর্বনি¤œ পয়েন্টধারী ক্লাবটি অবনমনে যাবে। খেলা হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম এবং রংপুরে।
গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এক সংবাদ সম্মেলন কক্ষে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানান ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী। এ সময় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়াল্টনের প্রতিনিধি এফএম ইকবাল বিন আনোয়ার, টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দশ ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ