নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : তারকাদের প্রত্যেকটা ঘটনা এমনিতেই এক একটা ব্রেকিং নিউজ। সংবাদে বাড়তি মাত্রা যোগ করতে গণমাধ্যমগুলো যেমন তাদের পিছু ছাড়ে না, তেমনি পাঠকরাও খুশি হন প্রিয় তারকাদের নিয়ে সদ্যজাত খবর হাতে পেয়ে। কিন্তু সম্প্রতি নেইমারকে নিয়ে গণমাধ্যমগুলো যেন আরো সু² অবস্থানে। তার প্রতিটা পদক্ষেপ, নড়ন-চড়ন এমনকি সামাজিক মাধ্যমে দেওয়া একটা ছবিও তাদের কাছে এক একটি গবেষনার বিষয়, যা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আর হবে না-ই বা কেন, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ফুটবলার ট্রান্সফার নিয়ে কথা।
অধিকাংশ গণমাধ্যমের খবরের শিরোনাম একটাই- বার্সেলোনাকে ২২২ মিলিয়ন ইউরোর বিশাল রিলিজ ক্লজ মিটিয়ে নেইমারকে ভাগিয়ে আনছে পিএসজি। এবং এই প্রক্রিয়া নেইমারের স্বাস্থ্য পরীক্ষা পর্যন্ত নিয়ে গেছে বিশ্বের নামজাদা অনেক পত্রিকা। সব খবরই অবশ্য বিশ্লেষণ ধর্মী।
যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ শেষে পুরো বার্সা দল যখন স্পেনে তখন নেইমার গেছেন চীনে, একটি বিজ্ঞাপনি সংস্থার কাজে ক্লাবের প্রতিনিধি হয়ে। যে ঘটনা গুঞ্জনে বাড়তি মাত্রা যোগ করে। সেখান থেকে ব্রাজিলিয়ান তারকা দুবাইয়ের ফ্লাইট ধরার পরই রটে যায়- দুবাইয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য গেছেন নেইমার। সেখান থেকে তিনি ধরবেন কাতার অথবা প্যারিসের বিমান। কিন্তু তেমন কোন খবর গতকাল পর্যন্ত পাওয়া যায়নি। বার্সার এক ক্লাব কর্মকর্তার সূত্রের বরাত দিয়ে ইএসপিএন এফসি বলছে- কাতার বা প্যারিস নয়, দুবাই থেকে সরাসরি স্পেনে ফিরছেন নেইমার। ফিরেই আর্নেস্তো ভালভার্দের দলে অনুশীলনে যোগ দেবেন তিনি। নেইমারের সর্বশেষ ইনস্টাগ্রাম পোষ্টও ইএসপিএন এফসি’র পক্ষেই কথা বলে। পোষ্ট করা সেলফিতে নেইমারকে দেখা যাচ্ছে বন্ধুর সাথে বিমানে বসে থাকতে। ছবির নীচের দিকে সেঁটে দেন একটি বিমান ও স্পেনের পতাকা সম্বলিত ইমোজি।
দুবাইয়ে নেইমার কি করেছেন তা অবশ্য জানা যাচ্ছে না। তবে বন্ধু-বান্ধবের সাথে রেস্টুরেন্টে অনন্দঘন সময় কাটানোর কিছু ছবি ও ভিডিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন। সেই সাথে বাইবেল থেকে কিছু অংশও পোষ্ট করেন। যার মাধ্যমে ২৫ বছর বয়সী বুঝিয়েছেন, কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। অনেকে বলছে, এই বানী-ই তাকে পিএসজিতে যেতে উদ্বুদ্ধ করছে।
এদিকে পিএজির কাতারী মালিক নাসের আল-খেলাফির ঘনিষ্ঠ এক সংবাদমাধ্যম টুইটের মাধ্যমে জানিয়েছে- বার্সা ছাড়ার দ্বারপ্রান্তে নেইমার। আর এই কারণেই নাকি নেইমারের বাবার বোনাসের টাকাও আটকে দিয়েছে বার্সা! স্প্যানিশ পত্রিকা মুন্ডো দিপোর্তিভোর মতে, নতুন চুক্তির শর্ত অনুযায়ী বার্সাকে ২৬ মিলিয়ন ইউরো বাড়তি পরিশোধ করতে হবে। তবে এই অর্থ নেইমার নয়, পাবেন চুক্তিতে এজেন্ট হিসেবে কাজ করা নেইমারের বাবা। তবে বার্সার ভাষ্য, চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছর বার্সায় থাকলেই কেবল এই বোনাস পাবেন নেইমারের বাবা, নির্ধারীত এই সময়ের মধ্যে দলবদল করলে এই বোনাস তিনি পাবেন না। আর বার্সার এই ভাষ্যে নাকি চটেছেন নেইমার সিনিয়র। তার অভিযোগ- ক্লাবটির কাজকর্মে কোন ন্যায্যতা নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।