Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভুয়া জন্মদিন পালন বন্ধ করলে সংলাপের পরিবেশ সৃষ্টি হবে -ওবায়দুল কাদের

বিএনপি হিটলারের প্রেতাত্মা

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ হিটলারের নীতি অনুসরণ করছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি হিটলারের প্রেতাত্বা। ১৫ই আগস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেক কাটার সমালোচনা করে কাদের বলেন, আমি পরিস্কারভাবে বলতে চাই, জাতির পিতার হত্যা দিবসে যারা ভূয়া জন্ম দিবসের কেক কাটেন, তাদের সঙ্গে আমরা কিভাবে আলোচনায় বসবো। তিনি আরও বলেন, এই ভুয়া জন্ম দিন পালনের জন্য জাতির কাছে ক্ষমা চাক, আর ভুয়া জন্মদিন পালন করবেন না, এই প্রতিশ্রæতি দিলে সংলাপের পরিবেশ সৃষ্টি হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি মিলনায়তনে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের শোকদিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। পরিষদের সভাপতি বাহালুল মজনু চুন্নুর সভাপতিত্বে এই শোক দিবসের আলোচনা সভা হয়।
ওবায়দুল কাদের বলেন, আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন, আওয়ামী লীগ নাকি হিটলার, আওয়ামী লীগ নাকি হিটলারকে অনুসরণ করে বলে ফখরুল সাহেব গলা উচু করে বড় বড় কথা বলে গেলেন। তিনি বলেন, শরৎচন্দ্র বাবুর একটি উপন্যাসে পড়েছি ‘মানুষের শক্তি যত কমে আসে তার মুখে বিষ তত বেশি হয়’। যতই শক্তি কমে আসছে, যতই তারা সংকুচিত হচ্ছে ততই তাদের (বিএনপির) মুখে।’
হিটলারের ইহুদী হত্যার কথা স্বরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল ইসলামের উদ্দেশ্যে কাদের বলেন, মহাসচিব সাহেব হিটলার আমাদের বলেন, ৫বছরে আমাদের ২১ হাজার নেতাকর্মী হত্যা করেছেন, এটা কি ইহুদী হত্যার চেয়ে কম ভয়ঙ্কর। আপনারাই তো হিটলার। এদেশে বিএনপি হচ্ছে হিটলারের প্রেতাত্মা। তারা হিটলারের চেয়ে খারাপ।
আওয়ামী লীগের চেয়ে শেখ হাসিনার প্রতি বিএনপির ভয় বেশি জানিয়ে কাদের বলেন, তারা (বিএনপি) আওয়ামী লীগের চেয়ে শেখ হাসিনাকে বেশি ভয় পায়। তিনি বলেন, ফখরুল সাহেব বার বার কেন ভুল করেন। নির্বাচন হবে ইলেকশন কমিশনের অধীনে। বিশ্বের অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই হবে। আমরা কি ব্যত্যয় ঘটাবো।
বিএনপি সব আসনে জিততে চায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি চায় সব সিটে তাদেরকে জিতিয়ে দিতে। কিছু সিটে অন্য কেউ জিতলেও বলবে নির্বাচন সুষ্ঠু হয়নি।
কেক কাটা বন্ধ করুন সংলাপের পরিবেশ সৃষ্টি হবে
১৫ই আগস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেক কাটার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমি পরিস্কারভাবে বলতে চাই, জাতির পিতার হত্যা দিবসে যারা ভুয়া জন্ম দিবসের কেক কাটেন, তাদের সঙ্গে আমরা কিভাবে আলোচনায় বসবো। তিনি বলেন, কোন বিবেকবান মানুষ কি পারে? আমাদের অনুভুতি আছে, আবেগ আছে। আমরা বারে বারে আমরা হত্যার স্বীকার হচ্ছি।
দুই দলের শীর্ষ নেতাদের সংলাপের বিষয়ে বলে আসা সুশীল সমাজের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, দুই নেত্রী একত্রে বসেন না কেন, বসলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। যারা এসব কথা বলেন, তারা বোকার স্বর্গে বাস করেন। যেই নেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন, যেই দলের নেতা বঙ্গবন্ধু হত্যাকারীদের পূনর্বাসিত করেছে সেই দলের নেতার সাথে কিভাবে বসি? আপনারাই বলেন?
কাদের বলেন, সংলাপের জন্য যারা পরামর্শ দেন, তাদেরকে আমি বলবো ১৫ই আগস্টের ভুয়া জন্মদিন পালনে আগে বিরত হোক। তার পর দেখবো। এই ভুয়া জন্মদিন পালনের জন্য জাতির কাছে ক্ষমা চাক, এই প্রতিশ্রুতি দিলে সংলাপের পরিবেশ সৃষ্টি হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ