মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, আমাদের সামরিক শক্তি বাড়ানোর সময় এসে গেছে। পৃথিবী এখন নিরাপদ নয়। কাজেই দ্রুততার সঙ্গে নিজের সামরিক শক্তি বাড়ানো প্রয়োজন। চীন শান্তি ভালবাসে কিন্তু সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কখনো আপোষ করবে না। চীনের পিপলস লিবারেশন আর্মির ৯০ বছর পূর্তি উপলক্ষে সামরিক কুচকাওয়াজ প্রদর্শনী পরিদর্শনকালে গতকাল মঙ্গলবার তিনি ওই মন্তব্য করেন। খবরে বলা হয়, কুচকাওয়াজে চেংদু, চীনের জেট ফাইটার ও ৪০ শতাংশ সামরিক অস্ত্র প্রদর্শন করা হয়। এর কয়েক ঘণ্টা আগেই উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা বন্ধে চাপ প্রয়োগ করতে ব্যর্থ হওয়ায় চীনের সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, গত দুই বছরে শি জিনপিংয়ের সময়ই চীনের সামরিক খাতে সবেচেয়ে বেশি পরিবর্তন আসে। ১৯৫০ সালের পর থেকে যা সর্বোচ্চ। আকাশ ও সমুদ্রপথে শক্তি বাড়িয়ে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রে প্রভাবকে চ্যালেঞ্জ জানিয়েছে চীন। শি জিনপিং বলেন, চীনের মানুষ শান্তি ভালোবাসে। আমরা কখনোই চাই না আগ্রাসন ছড়িয়ে পড়ুক। কিন্তু সব শত্রুকে হারানোর মতো আত্মবিশ্বাস আমাদের আছে। আমরা যে কোনো সময়ে, যে কোনো মানুষ, সংগঠন বা রাজনৈতিক দলকে দেশের কোনো অঞ্চলকে চীনা ভূখন্ড থেকে বিচ্ছিন্ন করতে দেবো না। তিনি বলেন, আমাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা অথবা উন্নয়নের ক্ষতি করে এর তিক্ত ফল গ্রহণ করার প্রত্যাশা করা কারো উচিত নয়। চীনের সেনাবাহিনীকে আরো শক্তিশালী বাহিনীতে উন্নীত করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের এই প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর থেকে দেশটির সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। জিনপিং ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা জু কাইহো, গাও বক্সিওন ও জিইউ জুনশান দুর্নীতির অভিযোগে চাকরি হারান। জিনপিং বলেন, পাঁচ বছরের কঠোর পরিশ্রমের পর পিএলএ সফলভাবে এর সাংগঠনিক কাঠামো দাঁড় করিয়েছে। একই সঙ্গে পিএলএ’র ক্ষমতা কাঠামো ঢেলে সাজানো হয়েছে। তিনি বলেন, উদ্ভাবন ও পরিবর্তনের ক্ষেত্রে চীনের সেনাবাহিনীকে আরো বেশি সাহসী হতে হবে। জিনপিং ক্ষমতায় আসার পর চীনা সেনাবাহিনীতে হঠাৎ সংস্কার নিয়ে দেশের ভেতরে বিতর্ক আছে। সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০১৫ সালে কুচকাওয়াজে অংশ নিয়ে শি জিনপিং সেনাবাহিনীর ৩ লাখ সেনাসদস্য কমিয়ে আনার ঘোষণা দেয়ার পর থেকে দেশটির সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। এনডিটিভি, রয়টার্স, বøুমবার্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।