Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে লস্কর কমান্ডার আবু দুজানা নিহত

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শীর্ষ ফেরারিদের অন্যতম লস্কর ই তৈয়বার নেতা আবু দুজানা ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাজ্যের পুলওয়ামা জেলার হাকরিপুরা এলাকায় সংঘটিত ওই বন্দুকযুদ্ধে দুজানার এক সহযোগীও নিহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকার একটি বাড়িতে সহযোগী আরিফ লিলহারি ও আরো দুজন স্বাধীনতাকামী নিয়ে লুকিয়ে ছিলেন দুজানা, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বাড়িটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। কাশ্মীর পুলিশ জানিয়েছে, বন্দুক লড়াই এখনও চলছে এবং লাশ পেয়ে শনাক্ত না করা পর্যন্ত কোনো নিহতের বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয়। দুজানা কাশ্মীর উপত্যকা লস্করের কমান্ডার ছিলেন, কিন্তু কয়েক মাস আগে বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির মধ্যে পদমর্যাদা নিয়ে বিরোধের জেরে তাকে নিরস্ত্র করে তার দল। ভারতীয় নিরাপত্তা বাহিনীগুলোর তৈরি করা লস্কর ই তৈয়বা, জইশ ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের ‘সন্ত্রাসীদের’ তালিকায় দুজানার নাম ছিল। এর আগে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি অভিযান থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন দুজানা। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ