Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিন্ধু নদের পানিবণ্টন নিয়ে নিরপেক্ষ থাকবে বিশ্বব্যাংক

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিন্ধু নদ পানিচুক্তির আওতায় ভারতের দুটি পানিবিদ্যুৎ প্রকল্প-সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনার সময় নিরপেক্ষ ভূমিকায় থাকার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। তাছাড়া পাকিস্তান ও ভারত যাতে সমস্যাটির নিরসনে ‘শান্তিপূর্ণ কোনো উপায়’ খুঁজে পেতে পারে, সেজন্য সহায়তাও করে যাবে। ওয়াশিংটনে ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া এই আলোচনাকে স্বাগত জানিয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলবিষয়ক ভাইস প্রেসিডেন্ট অ্যানেতে ডিক্সন বলেন, ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের আয়োজনে অনুষ্ঠেয় সভায় উভয় পক্ষ অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করায় আমরা খুশি হয়েছি। তিনি যুক্তরাষ্ট্রে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নবতেজ সরনাকে লেখা এক চিঠিতে বলেন, বিশ্বব্যাংক শুভেচ্ছা ও সহযোগিতার চেতনাকে স্বাগত জানায়। ২৫ জুলাই লেখা এক চিঠিতে ভারতীয় দূতকে আশ্বস্ত করে বিশ্বব্যাংক জানায়, তারা নিরপেক্ষতা বজায় রাখবে এবং শান্তিপূর্ণ সমাধান বের করার জন্য পক্ষগুলোকে সহায়তা করে যাবে। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ