Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত হবে জাপানী যুদ্ধবিমান

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানী দৈনিক ইউমিউরি শিম্বুন জানিয়েছে, চীনা নৌবাহিনীর ক্রমবর্ধমান হুমকি ঠেকাতে দেশটির জঙ্গিবিমানকে শব্দের চেয়ে দ্রæতগতির বা সুপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত করা হবে। পূর্ব চীন সাগরসহ অন্যান্য এলাকায় এ ধরনের হুমকি মুখে জাপান পড়ছে বলে খবরে দাবি করা হয়েছে। জাহাজ বিধ্বংসী এক্সএএসএম-৩ ক্ষেপণাস্ত্র এখনো নির্মাণাধীন রয়েছে। আগামী অর্থ বছরের মধ্যে এ রকম শত শত ক্ষেপণাস্ত্রের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের অনুরোধ করছে জাপানী সামরিক পরিকল্পনাকারীরা।দৈনিকটি বলেছে, মিৎসুবিসি এফ-২ জঙ্গিবিমানে দু’টি করে এ ক্ষেপণাস্ত্র বসানো হবে। এ ছাড়া, এফ-৩৫ যুদ্ধবিমানের জন্যে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র সংগ্রহের চেষ্টা করছে টোকিও। মার্কিন লকহিড মার্টিনের কাছ থেকে এফ-৩৫ বিমান কেনার চুক্তি করেছে বা কিনতে সম্মত হয়েছে জাপান। জাপানের কাছে ৪২টি এফ-৩৫এস বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা। এনএইচকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ