Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডায়ানার টেপ স¤প্রচার করবেন না

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রিন্সেস ডায়ানার বিতর্কিত টেপগুলো স¤প্রচার না করার অনুরোধ জানিয়েছেন তার বন্ধুরা। এসব টেপে নিজের ঝঞ্ঝাবিক্ষুব্ধ বৈবাহিত জীবন নিয়ে কথা বলেছেন ডায়ানা। এ টেপগুলো প্রচার হওয়ার কথা ব্রিটেনের চ্যানেল ফোরে। ‘ডায়ানা: ইন হার ওন ওয়ার্ডস’ নামে ডকুমেন্টারি হিসেবে তা ডায়ানার ২০ তম মৃত্যুবার্ষিকীর আগে প্রচারের পরিকল্পনা রয়েছে চ্যানেল কর্তৃপক্ষের। ইতিমধ্যে গণমাধ্যমে ওই টেপে ডায়ানার বলা নানা কথা সংবাদের শিরোনাম হয়েছে। ব্রিটিশ ট্যাবলয়েডগুলোতে সেগুলো ফলাও করে প্রচার হয়েছে। প্রিন্সেস ডায়ানার সঙ্গে প্রিন্স চার্লসের মধ্যে ৭ বছর কোন শারীরিক সম্পর্ক না থাকার বিষয়টিও প্রকাশ হয়েছে। এই টেপগুলো রেকর্ড করেছিলেন ডায়ানার স্পিচ কোচ পিটার সেটেলেন। এর আগে এগুলো কখনও যুক্তরাজ্যে দেখানো হয়নি। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ