নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : খালেদ মাহমুদের শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে। খুলে নেওয়া হয়েছে লাইফ সাপোর্ট। তবে এখনও শঙ্কামুক্ত নন তিনি। উন্নত চিকিৎসায় গতকাল রাত ১১টায় সিঙ্গাপুর নেওয়া হয় এই বোর্ড পরিচালককে।
শনিবার রাতে হুট করেই অসুস্থ হয়ে পড়েন সাবেক অধিনায়ক মাহমুদ। শুরুতে তাকে নেওয়া হয়েছিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হলে পরদিন দুপুরে নেওয়া হয় ইউনাইটেড হাসপাতালে। রাতে অবস্থা ছিল খুবই সংকটাপন্ন। তবে গতকাল সকাল নাগাদ কিছুটা উন্নতি হয়। দুপুর ১২টায় ইউনাইটেড হাসপাতাল কতৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাহমুদকে রোববার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসে অক্ষমতাসহ অজ্ঞান অবস্থায় আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। রাতে মাহমুদের শরীর সাড়া দিচ্ছিল না। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল তন্দ্রাচ্ছন্ন থাকলেও কিছু সাড়া দিচ্ছেন রোগী। তবে শঙ্কামুক্ত নন তিনি। তার চিকিৎসায় গঠন করা হয়েছে জরুরি মেডিকেল বোর্ড।
পরে মাহমুদের মস্তিষ্কের এমআরআই করানো হয়। বোর্ড পরিচালক জালাল ইউনুস জানান, ‘এমআরআই রিপোর্টে খারাপ কিছু পাওয়া যায়নি। এক কথায় রিপোর্ট ভালো। তবে এরপরও উন্নত চিকিৎসার জন্য আমরা (বিসিবি) সুজনকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করছি। আজ (গতকাল) রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হবে।’ দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও একই ঘোষনা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মাত্রই কক্সবাজার থেকে মাস্টার্স ক্রিকেট খেলে ফিরেন মাহমুদ। ৪৭ বছর বয়সী সাবেক এই অধিনায়ক বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের ম্যানেজার। ছিলেন জাতীয় দলের সহকারী কোচ। এখনও কোচিং করান ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন দলকে। আবাহনী ও ঢাকা ডাইনামাইটসের কোচের ভূমিকাও পালন করছেন গুণী এই ক্রিকেটার। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।