Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রিকেটকে অলিম্পিকে চায় না ভারত

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

 

স্পোর্টস ডেস্ক : শতবর্ষের হাহাকার ঘুচিয়ে ২০২৪ অলিম্পিকে ক্রিকেটকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে আইসিসি। সব ক্রিকেট খেলুড়ে দেশের বোর্ডগুলোর সাহায্য এবং পরামর্শও চেয়েছিল অভিভাবক সংস্থাটি। তাতে অন্য বোর্ডগুলোর মতামত জানা না হলেও প্রভাবশালী ভারতীয় বোর্ডের মত প্রকাশ্যে এসেছে। বিসিসিআই জানিয়েছে, অলিম্পিকে ক্রিকেটের অন্তুর্ভূক্তিতে আগ্রহী নয় তারা। টাইমস অব ইন্ডিয়াকে এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা।
ক্রীড়াযজ্ঞের মহাআসরে ব্যাট-বলের লড়াই সবশেষ দেখা গিয়েছিল ১৯০০ সালে, প্যারিস অলিম্পিকে। ক্রিকেটকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই অলিম্পিকে আবারো খেলাটির অন্তর্ভূক্তি চাচ্ছে আইসিসি। ২০২৪ অলিম্পিক প্যারিসে হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। যেখানে ক্রিকেটকে সর্বশেষ দেখা গিয়েছিল। ফ্রান্সের অলিম্পিক কর্তৃপক্ষও প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহে দিয়েছে ইতিবাচক সাড়া। কিন্তু বিসিসিআই মনে করছে, ক্রিকেট অলিম্পিকে অন্তর্ভূক্ত হওয়ার মত খেলা নয়। সংস্থাটির বেশিরভাগ কর্তারাও বিষয়টিতে আগ্রহী নন। ‘আমরা শুনেছি আইসিসি ক্রিকেটকে অলিম্পিকে নিতে চাইছে। কিন্তু আমাদের বেশিরভাগ কর্মকর্তারা এ বিষয়ে আগ্রহী নন।’ বলেছেন ওই কর্মকর্তা।
ক্রিকেটকে আবারও অলিম্পিকে ফেরানোর জন্য সেপ্টেম্বরের মধ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে আবেদন করার পরিকল্পনা আছে আইসিসির। কিন্তু বিসিসিআইয়ের বিরূপ মনোভাবের কারণে আবেদন প্রক্রিয়া ঢিমেতালে এগোচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ