নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : কুমিল্লার মেঘনায় জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার বালক ও বলিকা ফুটবলে চ্যাম্পিয়ন হয় যথাক্রমে মুজাফ্ফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং চন্দনপুর মনির আহমেদ উচ্চ বিদ্যালয়। গতকাল বালক বিভাগের ফাইনালে মুজাফ্ফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ ১-০ গোলে হারায় মেঘনা উপজেলা আইডিয়াল উচ্চ বিদ্যালয়কে। বালিকা বিভাগের সমাপণী ম্যাচে চন্দনপুর মনির আহমেদ উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৪-১ গোলের জয় পায় সাহারাÑলতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে। আসরের বালিকা হ্যান্ডবলে সাহারাÑলতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ৩-১ গোলে চন্দনপুর মনির আহমেদ উচ্চ বিদ্যালয়কে ও বালক কাবাডিতে দৌলত হোসেন উচ্চ বিদ্যালয় লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফুটবল ও হ্যান্ডবল খেলা পরিচালনা করে গাজী ফাউন্ডেশন। প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালাম। এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভীন। এসময় উপস্থিত ছিলেন মানিকারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনÑঅর রশীদ।
এবার ফিক্সিংয়ে লঙ্কান ক্রিকেটার!
স্পোর্টস ডেস্ক : এবার ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়েছে এক লঙ্কান ক্রিকেটারের নাম। অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে শীঘ্রই তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অভিযোগ আসা ঐ ক্রিকেটারের নাম সাম্পাথ হেটিয়ারাচ্চি। যদিও অভিযোগ তার একার পেছনে আসেনি, এখানে জড়িয়ে রয়েছে আরেক ক্রিকেটারের নামও। যদিও ঐ ক্রিকেটারের নাম এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।