Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেইমার আউট, দিবালা ইন!

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : নেইমার! নেইমার!! নেইমার!!! মৌসুম এখনও শুরু হয়নি তার আগেই বর্তমান ফুটবল বাজার একাই গরম করে রেখেছে এই একটি নাম!
বার্সেলোনার প্রাক মৌসুমের খেলা শেষে স্পেনে ফেরেননি নেইমার। ব্যক্তিগত জেটে আমেরিকা থেকে চলে গেছেন চীনে। স্পন্সর কোম্পানির দায়িত্ব পালনে চীনে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। কিন্তু তার না ফেরার কারণ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সর্বশেষ কয়েকটি রিপোর্ট বলছে- প্যারিস সেন্ট জার্মেইর জার্সি গায়ে দেওয়ার একেবারে দ্বারপ্রান্তে ব্রাজিলিয়ান তারকা। কাতারি সংবাদপত্র আল ওয়াতানের দাবি, ব্রাজিলিয়ান উইঙ্গার চীন থেকে সরাসরি যাবেন আরব দেশটিতে। সেখানে আজ তার স্বাস্থ্য পরীক্ষা করবে পিএসজি। মুন্দো দেপোর্তিভোর রিপোর্ট, এরই মধ্যে কাতারে পৌঁছেছেন নেইমার। পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পিএসজিতে নেইমারের পরিচিতি পর্ব কীভাবে আয়োজন করা হবে সেই পরিকল্পনাও নাকি শুরু করে দিয়েছে তারা, এমন রিপোর্ট ইএসপিএনএফসির। প্যারিসে উন্মুক্ত প্রাঙ্গনে সবার সামনে হাজির হবেন ব্রাজিলিয়ান। এছাড়া পিএসজির স্টেডিয়াম পার্ক ডি প্রিন্সেসেও একটি ইভেন্টে থাকবেন নেইমার।
২২২ মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য রিলিজ-ক্লজও বাধা হয়ে দাঁড়াচ্ছে না প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে। চারদিকে যে খবর, যেকোনো মূল্যে নেইমারকে তারা পেতে চায়। ব্রাজিলীয় ফরোয়ার্ডকে যদি ছোঁ মেরে নিয়েই যায় পিএসজি, তখন তাঁর বিকল্প কী হবে- বার্সেলোনা সেটি ভাবতে শুরু করেছে এরই মধ্যে। আপাতত জোরেশোরে শোনা যাচ্ছে পাওলো ডিবালার নাম। বার্সার আগ্রহের তালিকায় অ্যাটলেটিকো মাদ্রিদের আঁতোয়ান গ্রিজমানও আছেন।
পিএসজি বিকল্প প্রস্তাবে আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়াকেও দিতে চায়। কিন্তু ডি মারিয়ার বদলে বার্সার এখন বেশি পছন্দ আরেক আর্জেন্টাইন ডিবালাকে। কিন্তু জুভেন্টাস থেকে ডিবালাকে কেনা সহজ হবে না বার্সার জন্য।
লিওনেল মেসির মতোই ডিবালাও ডান উইংয়ে খেলেন। স্বপ্নের নায়কের সঙ্গে খেলতে ডিবালা নাহয় প্রান্ত বদল করলেন, কিন্তু জুভেন্টাস কি তাঁকে সহজেই ছাড়তে চাইবে? ২০১৫ সালে পালের্মো থেকে ৪০ মিলিয়ন ইউরোতে জুভদের ডেরায় আসা আর্জেন্টাইন ফরোয়ার্ড গত দুই বছরে নিজেকে চিনিয়েছেন দারুণভাবে। ‘লা জোয়া (রতœ)’ তকমাটা তো তাঁর এমনিই জোটেনি! সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসকে ফাইনালে তোলার পেছনেও ছিল তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। মাত্র ২৩ বছর বয়স। ডিবালা হতে পারেন নেইমারের শূন্যতা পূরণের সবচেয়ে ভালো হাতিয়ার।
মেসির সঙ্গে একই দলে খেলতে চাওয়ার কথা দিবালা বারবার বলেছেন। সেটি যদিও আর্জেন্টিনার জার্সি গায়ে। মেসি ডিবালাকে ফোন করে বলতে পারেন, ‘জাতীয় দলের হয়ে আর বছরে কয়টা ম্যাচ খেলব। তার চেয়ে ক্লাবেই চলে আয়!’
নতুন এই সম্ভাবনা ডিবালাকে প্রলুব্ধ করতেই পারে। গতকাল ইতালিয়ান সংবাদমাধ্যম খবর ছড়িয়েছে, ১৫০ মিলিয়ন পেলে ডিবালাকে ছেড়ে দেবে জুভেন্টাস। তবে গুঞ্জন আছে, ডিবালার নতুন চুক্তির সময় শুধু বার্সার জন্য একটা রিলিজ ক্লজ রাখা হয়েছিল, সেটা ১২০ মিলিয়ন ডলারের মতো। শুধু বার্সার জন্য এই সুযোগটা সৃ’ি করে রেখেছেন ডিবালা! সে কি ভবিষ্যতের কথা ভেবেই?
শেষ পর্যন্ত ডিবালাকে না-ও ছাড়তে পারে জুভেন্টাস। এ ক্ষেত্রে বার্সার হাতে সবচেয়ে ভালো বিকল্প গ্রিজমান। অ্যাটলেটিকোর ফরোয়ার্ডের রিলিজ ক্লজ ১০০ মিলিয়ন ইউরো। কিন্তু সেটির চেয়ে বড় সমস্যা হচ্ছে, ছয় মাসের ট্রান্সফার নিষেধাজ্ঞা আছে অ্যাটলেটিকোর ওপর। যদি গ্রিজমানকে ছেড়েও দেওয়া হয়, এই মুহূর্তে খেলোয়াড় কেনার সুযোগ নেই অ্যাটলেটিকোর। টাকা তাদের খুব দরকার, কিন্তু সেটি দলকে এতটা পঙ্গু করে নয়। তাঁরা জানুয়ারি পর্যন্ত বার্সাকে অপেক্ষায় থাকতে বলতে পারে।
বার্সেলোনা ছেড়ে নেইমারের পিএসজিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে চলমান গুঞ্জনের মধ্যে নিজের মতামত জানালেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। স্পেনের লিগে নেইমার নয়, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। মুন্দো দেপোর্তিভোকে আলোচিত এই ইস্যুতে নিজের ভাবনা জানান তেবাস, ‘লা লিগা এবং বার্সেলোনা নেইমারের চেয়ে বড়। আমি বরং ক্রিস্তিয়ানো রোনালদো বা লিওনেল মেসি যদি চলে যেত, তাহলে আরও বেশি চিন্তিত হতাম।’ মার্কা, গোলডটকম, ইএসপিএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ