নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : শাহজালাল ইসলামী ব্যাংক জাতীয় ভলিবল প্রতিযোগিতার মহিলা বিভাগে সেরার খেতাব জিতেছে বাংলাদেশ আনসার। আর পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি)। গতকাল মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মহিলা বিভাগের ফাইনালে আনসার সরাসরি ৩-০ সেটে বিজেএমসিকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করে। অন্যদিকে একই ভেন্যুতে পুরুষ বিভাগের ফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ৩-১ সেটে বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে শিরোপা ধরে রাখে। ফাইনাল শেষে বিদ্যুৎ উন্নয়ণ বোর্ডের তারকা খেলোয়াড় হরষিত বলেন, ‘এর আগে ফাইনালে এমন হাড্ডাহাড্ডি লড়াই কখনোই হয়নি। সেনাবাহিনীর সঙ্গে রীতিমতো আমরা লড়াই করে জিততে হয়েছে আমাদের।’ ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। এ সময় শাহজালাল ইসলামী ব্যাংক লিেিমটডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী, ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া (মানিক), সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু এবং যুগ্ম সম্পাদক ও ট‚র্ণামেন্ট কমিটির সদস্য সচিব অ্যাডঃ ফজলে রাব্বি বাবুল উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।