Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতিফে রকেট হামলায় ৭ পুলিশ হতাহত

| প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদী আরবের শিয়া অধ্যুষিত কাতিফ জেলায় রোববার এক রকেট হামলায় এক পুলিশ নিহত ও অপর ছয়জন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। ২০১১ সাল থেকে এলাকাটিতে অস্থিরতা চলছে। ওই বছর শিয়ারা সমঅধিকারের দাবিতে সুন্নি শাসিত উপসাগরীয় দেশটিতে ব্যাপক বিক্ষোভ করে। সউদী আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার কাতিফের আল-মাসুরা এলাকায় পুলিশের টহল দলকে লক্ষ্য করে ‘সন্ত্রাসীরা একটি রকেট হামলা চালায়।’ বিবৃতিতে আরো বলা হয়, রকেট হামলায় আহত ছয় কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা স্থিতিশীল।
উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কাতিফে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বেড়ে গেছে। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ