Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

চীনা বাহিনী ভারতের উত্তরাখণ্ডের এক কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৭, ৬:৫২ পিএম

চীনা বাহিনী ভারতের উত্তরাখণ্ডের বারাহোটি দিয়ে ৮শ’ মিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে পড়েছে। সূত্র জানায়, গত সপ্তাহের ২৫ জুলাই স্থানীয় সময় সকাল ৯টায় ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। দোকলা নিয়ে চীন ও ভারতের মধ্যে সৃষ্ট অচলাবস্থার মধ্যে এই অনুপ্রবেশের ঘটনা ঘটল।

কৌশলগত বিষয়ক বিশেষজ্ঞ ব্রক্ষ্ম চ্যালানি সিএনএন নিউজ-১৮ কে গতকাল জানান, বারাহোটি ভারতের জন্য একটি নাজুক স্থান। সেখানে কোন সরঞ্জাম ছাড়াই নিরস্ত্র ভারতের সৈন্য মোতায়েন রয়েছে। উত্তরাখণ্ডকে প্রত্যন্ত অঞ্চল হিসেবে দেখা ঠিক হবে না। চীন চাইলে উত্তরাখণ্ডের অনেক এলাকা দখল করে নিতে এবং দিল্লী পর্যন্ত মার্চ করতে পারে। এই অভিযানে চীনের জন্য ভারতের রাজধানী পর্যন্ত অনেকটা পথ উন্মুক্ত হয়ে গেছে।



 

Show all comments
  • S. Anwar ৩১ জুলাই, ২০১৭, ৯:০০ পিএম says : 0
    চীনা বাহিনী দিল্লী পর্যন্ত পৌঁছে গেছে শুনতে পারলে আরো ভালো লাগতো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ