মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, তার দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক নতুন করে শুরু হওয়া দরকার; অন্যথায় সবকিছু ছিন্নভিন্ন হয়ে যাবে। এবিসি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রিয়াবকভ এ কথা বলেন। তার এই সাক্ষাৎকার গত শনিবার স¤প্রচার হয়। রাশিয়ায় নিযুক্ত মার্কিন কূটনীতিক কমানো ও দূতাবাসের গুদাম ব্যবহার বন্ধের বিষয়ে মস্কো নতুন ঘোষণা দেয়ার পরই রিয়াবকভের সাক্ষাৎকার নেয়া হয়েছে। রুশ মন্ত্রী বলেন, কূটনীতিক বহিষ্কারের বিষয়টি দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ ছিল; মস্কোর ওপর মার্কিন নতুন নিষেধাজ্ঞা আরোপের পর পাল্টা ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর করা হলো। তিনি বলেন, সর্বশেষ ব্যবস্থা হিসেবে তার দেশ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এবং মার্কিন কংগ্রেস নতুন যে নিষেধাজ্ঞা বিল পাস করেছে তা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এবিসি,পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।