Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শুরুতেই হোঁচট খেলো ব্রাদার্স

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুরুতেই হোঁচ খেলো ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স গোলশূণ্য ড্র করে টিম বিজেএমসির বিপক্ষে। ম্যাচে দু’দল আক্রমণ-পাল্টা আক্রমনে খেললেও গোলের দেখা পায়নি কেউ। তবে প্রথম মিনিটেই এগিয়ে যেতে পারত বিজেএমসি। এসময় ব্রাদার্স ডি-বক্সের ভেতর থেকে কিংসলে ওশিওখার নেয়া শটটি পোস্টে লেগে ফেরত আসে। নিশ্চিত গোলবঞ্চিত হয় অফিসপাড়ার দলটি। ১৫ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করে বিজেএমসি। আব্দুল্লাহ আল মামুনের ক্রসে বল পেয়ে মোহাম্মদ শরিফুল শট নিলেও তা বাইরে চলে যায়। ৩৩ মিনিটে সুযোগ পায় গত লিগে চতুর্থস্থান অর্জনকারী দল ব্রাদার্স। কিন্তু অগাস্টিন ওয়ালসনের মাইনাসে বল পেয়ে লক্ষ্যে শট নিতে পারেননি মোহাম্মদ রনি। অমিমাংসিতভাবে প্রথমার্ধ শেষ হলে দ্বিতীয়ার্ধেও দু’দল মরিয়া হয়েই লড়ে গোল পেতে। কিন্তু বিধিবাম। কেউই সফলতার মুখ দেখেনি। তবে বিরতির পর দ্বিতীয় মিনিটে ব্রাদার্সের বদলি কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও দারুণ সুযোগ নষ্ট করেন। তার শট বাইরে চলে যায়। ম্যাচের বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমনে খেলা চললেও শেষ পর্যন্ত আর কোন গোল হয়নি। একই মাঠে সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-০ গোলে হারায় মোহামেডানকে।
আজ একই ভেন্যুতে লিগের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল ৫টায় দিনের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র মোকাবেলা করবে শেখ রাসেল ক্রীড়া চক্রের। সন্ধ্যা সোয়া ৭টায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ